আসসালামু আলাইকুম,
একবার এক হুজুরের বয়ানে শুনেছিলাম যে, আল্লাহতায়ালা যাদের পছন্দ করেন, ফেরেশতারাও তাকে পছন্দ করে আর দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে। আর আল্লাহতায়ালা যাকে পছন্দ করেন না, তাকে ফেরেশতারাও পছন্দ করে না আর দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে না।
কিন্তু আমি এরকমও শুনেছি যে, অনেক মানুষ আছেন, যারা দুনিয়ার মানুষের কাছে অবহেলিত, কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়।
কোনটা সঠিক? কারণ আমাকেও কেউ পছন্দ করে না। সবার চোখে অবহেলিত।
আমি কি আল্লাহর কাছে প্রিয়?