বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী, মানুষ ব্যতিত অারো যতকিছু এই পৃথিবীতে রয়েছে, সবগুলোর হায়ত সুনির্ধারিত।
(২)
ওদের রুহ আল্লাহর নিকট থাকে। প্রয়োজন হলে কখনো কখনো জালিম ও মাজলুম প্রাণীকুলকে জীবত করে তাদের বিচার করবেন।
(৩)
জ্বী, অবশ্যই সে এখন বেশ ভালই আছে।তার কোনো সাজা নেই।
(৪)
পশুপাখি র কোনো বিচার হবে না।হ্যা, তাদের মধ্যে জালিম ও মাজলুমকে আবার জীবিত করা হবে।অতঃপর বিচার সমাপ্ত হওয়ার পর আবার তাদেরকে মৃত্যু দেয়া হবে।
(৫)
জ্বী, আল্লাহ আপনাকে মহব্বত করবেন।
(৬)
এটা জান্নাতের কথা।তখন বিড়াল মনে থাকবে কি না? এ সম্পর্কে নিশ্চিতরূপে কিছু বলা যাচ্ছে না।তবে হ্যা, জান্নাতে যা কিছু চাওয়া হবে, তার সবই জান্নাতে পাওয়া যাবে।