আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১/ সহশিক্ষা ব্যবস্থা চালু রয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের পড়াশোনা করার বিধান কি? শরিয়তে তো ফ্যামিলির ভরণ-পোষনের ব্যবস্থা পুরুষের উপর দেওয়া হয়েছে।
২/ সেই প্রতিষ্ঠান যদি ছাত্রীর শহরের বাইরে হয় এবং হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় অর্থাৎ সেখানে যদি তার কোন মাহরাম না থাকে তাহলে কি তার জন্য সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করা জায়িজ?
৩/ একটা ফাতওয়াতে দেখেছি বলা হয়েছে উম্মতের কল্যাণের নিয়তে এমন প্রতিষ্ঠানে পরিপূর্ণ পর্দা মেইন্টেইন করে পড়া যাবে। কিন্তু সেখানকার অবস্থা যদি এরুপ হয় যে নারীরা পর্দা করতে পারবে না আর মুখ খুলে রাখা তাদের জন্য বাধ্যতামূলক তাহলে সেখানে নারীদের পড়াশোনার বিধান কি?
৪/ যেসব টিচাররা নিকাব পরিহিতা মেয়েদের নিকাব খুলতে বাধ্য করেন ও এটা নিয়ে তাচ্ছিল্য করেন তাদের বিধান কি? শরিয়তের ওয়াজিব বিধান নিকাবের বিরোধিতা ও তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে কি তারা মুরতাদে পরিণত হবে?
৫/ যদি তারা মুরতাদ হিসেবে গণ্য হয় তারা কি ওয়াজিবুল কতল?
৬/ আর এই কতলটা কে করবে? যেকোন আম মানুষই কি এই অধিকার রাখে নাকি ইসলামিক রাষ্ট্র করবে?
৭/ এখন যখন রাষ্ট্রে ইসলাম কায়েম নাই তো এখানে কি আম মানুষ তাদের শাস্তি দেওয়ার অধিকার রাখেন? আর যদি কোন সাধারণ মানুষ তার প্রাপ্য বুঝিয়ে দেন তাহলে তার ব্যাপারে শরীয়াহর বিধান কি?
প্রশ্নটা বড় করে ফেলার জন্য দুঃখিত।