আসসালামু আলাইকুম
আসরের সালাতে তৃতীয় রাকাতে আমি জামাআতে যোগ দেই, সিঁড়ি দিয়ে ওঠায় কিছুটা হাঁপিয়ে গিয়েছিলাম। তাও ধীরস্থির ভাবে ফাতিহা আদায় করে ইমামের সাথে রুকুতে যাই। রুকুতে একটু শ্বাস নিচ্ছিলাম হাঁপানি স্বাভাবিক করার জন্য, কিন্তু ইমাম স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত রুকু থেকে উঠে দাঁড়ান, যার ফলে ইমামের সাথে একসঙ্গে আমি তাসবিহ(সুবহানা রব্বিয়াল আযিম) পড়তে পারিনি। কিন্তু আমি তাও ধরে নিয়েছি আমার রুকু আদায় হয়েছে এবং বাকি সালাতও সাধারণভাবে শেষ করেছি। আমার সালাত কি আদায় হয়েছে?
সালাত না হয়ে থাকলে, এতক্ষণে হয়তো আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, আমার কি সালাত আবার আদায় করতে হবে?