আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
১)গতবারের প্রশ্নটি সম্ভবত ভালোভাবে বুঝাতে পারি নি।
আসলে আমি বলতে চেয়েছি যে আমার পিতা মাতার মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার মাতা পুনরায় বিয়ে করেন যারও আগের স্ত্রী সন্তান আছে।তো আমার এই দ্বিতীয় বাবার আগের ঘরের সন্তান(ছেলে) কি আমার মাহরাম?
২)শুয়ে নামাজ পড়ার ক্ষেত্রে পা কোন দিকে রাখতে হবে?পূর্ব দিকে মাথা রেখে পশ্চিম দিকে পা দিতে হবে নাকি?এক্ষেত্রে কি কিবলা কে অসম্মান করা হবে?
নাকি উত্তর দক্ষিণ বরাবর শুয়ে কিবলার দিকে একপাশ ঘুরে নামাজ পড়তে হবে?
৩)কাউকে দাওয়াত বা নসিহাহ করার সময় সে যদি বলে এতো কিছু মেনে চলা যায় না?কত পাপ করি,আর এটা তো খুব ছোট্ট একটা কাজ।এ ধরণের কথা বললে কি তার ইমানে সমস্যা হবে?
তাকে এ কথার প্রতিত্তুরে কি বলা উচিত?
৪)আমি যখন পর্দা করতাম না(ক্লাস টেন এ থাকতে),শুধু হিজাব পরতাম।তখনকার কিছু ছবি আমার বান্ধবীদের ফোনে রয়েছে।
তাদের ফোনে ছবি রাখাতে কি সমস্যা হবে?কোনো গুনাহ হবে কি যদি কোনো নন মাহরাম না দেখে?
★কিছু গ্রুপ ছবি হয়তো নন মাহরামদের ফোনেও আছে,এক্ষেত্রেও কি গুনাহ হবে?আমি নিশ্চিত নই আছে কিনা?
★তাদের কিভাবে বলতে পারি?
৫)ইয়া রাসুলুল্লাহ,ইয়া হাবিবুল্লাহ বলে বিভিন্ন গজল গাওয়া হয়, এগুলো গাওয়া কি জায়েজ? যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হচ্ছে
যেমন
"ইয়া রসুলুল্লাহ, হাবিবুল্লাহ....
হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে,
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে..."
"ডেকে লও রাসুলুল্লাহ সাঃ, রওজা পাকের কিনারে"
৬)বই খাতা,বাসনে পা লাগলে কি সেগুলোকে ছুঁয়ে সালাম করতে হয়,মানে মাথা নিচু করে না?
৭)ফরজ নামাজের শেষের জিকির গুলো করার পর কি দুনিয়াবি কিছুর জন্য দুআ করা যাবে?
৮)আমার ভাইয়ের ছোটবেলার কিছু ছবি মোবাইলে আছে, এগুলো কি রাখা যাবে নাকি ডিলিট করে দিতে হবে?
৯)যদি অহেতুক এবং ঘন ঘন ছবি তোলা না হয়,দুই একটা তোলা হয় তাতে কি সমস্যা আছে।দেখা যায় বিভিন্ন শায়খগণেরও ছবি তোলা হয়,
১০)আমার কাছে ছোটবেলার ২-৩ টা প্রিন্টেড ফটোও আছে।যেগুলা টাঙানো না কোথাও।ড্রয়ারে রেখে দেয়া।এগুলা কি রাখা যাবে,না রাখা গেলে কি করতে হবে?
১১)নিন্মোক্ত ছবিগুলো কি ইসলামিক উক্তির ব্যাকগাউন্ড ফটো হিসেবে ব্যবহার করা যাবে?
★
https://photos.app.goo.gl/WnLRwRHDYiRaUts26
★
https://photos.app.goo.gl/iHrBXyMkqJgwoNnc6
★
https://photos.app.goo.gl/tSYMrWNkRJDRjZWN8
★
https://photos.app.goo.gl/33XfbLotqcQysWFy7
★
https://photos.app.goo.gl/qkrfkwoAnzW5m6ti9
১২)তাশাহহুদ কি আল্লাহ তায়ালা আর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যকার কথা?
১৩) আমার ক্লাস এইট এর রেজিষ্ট্রেশনের ছবিতে আমার হিজাব করা ছিলো না।তখন আমার বয়স ছিলো ১৪ বছর।এখন ১৯।আমার এইসএসসি এর রেজিষ্ট্রেশনেও একই ছবি দেয়া।এখন আমি পর্দা করি।তো প্রশ্ন হচ্ছে আমি তো এখন রেজিষ্ট্রেশনের ছবি পরিবর্তন করতে পারব না।এক্ষেত্রে কি আমার গুনাহ হবে কোনো নন মাহরাম টিচার ছবি দেখে ফেললে।
১৪)পরীক্ষার সময় মুখ এবং কান খোলা রাখতে হলে কি রাখা যাবে?
১৫)জন্মদিন উপলক্ষ্যে কেউ কেক বা কিছু রান্না করা খাবার দিলে তা কি খাওয়া যাবে?যদি বাসায় দিয়ে যায় বা পাঠিয়ে দেয়।
জাযাকুমুল্লাহ খায়ের।