ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1899 নং ফাতাওয়ায় বলেছি যে,
ধুমপান মাকরুহে তাহরিমি।কেননা এতে অনেক প্রকার ক্ষতি রয়েছে।
( ويُحِلُّ لهم الطيبات ويُحَرِّمُ عليهم الخبائث )
আল্লাহ তা'আলা খাদ্যদ্রব্যর মধ্যে শুধুমাত্র পবিত্র ও ফায়দাজনক খাদ্যকেই হালাল সাব্যস্ত করেছেন।এবং ক্ষতিকারক জিনিষকে হারাম সাব্যস্ত করেছেন।(সূরা আ'রাফ-১৫৭)
যেহেতু উসূলে ফিকহের মূলনীতির আলোকে সরাসরি ধুমপানকে হারাম সাব্যস্ত করা যাচ্ছে না।তাই উলামায়ে হারামের কাছাকাছি হুকুম মাকরুহে তাহরীমি কে সাব্যস্ত করেছেন।
তাই দিনে একটা হোক বা দুইটা হোক মাকরুহে তাহরিমী হবে।
https://www.ifatwa.info/10970 নং ফাতাওয়ায় বলেছি যে,
জাবির বিন্ ‘আব্দুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّوْمَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا، فَإِنَّ الْـمَلَآئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُوْ آدَمَ.
‘‘যে ব্যক্তি পিয়াজ ও রসুন খেলো সে যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়। কারণ, ফিরিশ্তারা এমন জিনিসে কষ্ট পায় যাতে কষ্ট পায় আদম সন্তান’’। (বুখারী ৮৫৪; মুসলিম ৫৬৪)(সংগৃহীত)
দারুল উলূম দেওবন্দের ফাতাওয়া হল,
সিগারেট বা ধুমপান মাকরুহে তাহরিমী।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সিগারেট পান করা মাকরুহে তাহরিমি। সাধারণ সিগারেটের যে হুকুম তা মূলত দুর্গন্ধ ইত্যাদির জন্যই।যেহেতু ইলেকট্রিক সিগারেটে আপনার বিবরণমত দুর্গন্ধ নেই, তবে তাতে অবশ্যই টাকার অপচয়, তাই এটাকে সাধারণ সিগারেটের মত মাকরুহে তাহরিমী বলতে না পারলেও বিলকুল অনুমোদনযোগ্য বা জায়েয বলা যাচ্ছে না।