ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
জ্বী, আপনাদের নামায বিশুদ্ধ হয়েছে।
(২)
যেহেতু উভয় পা তিন তাসবিহ পরিমাণ সময় মাঠি থেকে উঠেনি, তাই আপনার নামায হয়ে যাবে।
(৩)
নামাজে অনেককে দেখা যায় সিজদায় যাওয়ার সময় দুই হাত দিয়ে প্যান্ট টান দিয়ে উঠিয়ে সিজদায় যায় আবার অনেকে সিজদা থেকে উঠার পর কাপড় উপরে উঠে যাওয়ায় দুই হাত দিয়ে কাপড় ঠিক করে।দুই হাত দিয়ে এমন করার কারণে নামায ফাসিদ হয়ে যাবে।
https://www.ifatwa.info/445 নং ফাতাওয়ায় বলেছি যে,
মুদ্দাকথা:
প্রথম চার প্রকারই 'আ'মলে কাছির' হওয়ার বেলায় গ্রহণযোগ্য।পঞ্চম প্রকার 'আ'মলে কাছির বলে ধর্তব্য হবে না।কেননা সব মানুষের অনুভূতি সমান নয়।কেউ একটা কাজকে 'আ'মলে কাছির' মনে করলে অন্যজন এটাকে 'আ'মলে ক্বালিল' মনে করবে।এক্ষেত্রে মতানৈক্য সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়।যেমন,এক ইমামের পিছনে একি কাজে জড়িত মুসাল্লিদের মধ্য থেকে ঐ সমস্ত ব্যক্তিবর্গের নামায ফাসিদ হবে,যাদের ধারণা হবে যে,এটা 'আ'মলে কাছির'।আর ঐ সমস্ত মুসাল্লিদের নামায ফাসিদ হবে না যাদের ধারণা হবে যে, এটা 'আ'মলে ক্বালিল'।