আসসালামুআলাইকুম।
আমি গত একটা প্রশ্নে এই সম্পর্কে জানতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে হয়তো প্রশ্নে বুঝাতে পারিনি। তাই প্রশ্নটা আবার করছি..
আসলে আজকালকার স্কুল কলেজগুলোতে যা হয়, বেপর্দা নারী, ফ্রি মিক্স,, যিনার ছড়াছড়ি, এমন পরিবেশে সন্তান দিলে তারও হারামে জড়িয়ে পড়ার সম্ভাবনা অবশ্যই আছে। যারা জেনারেল লাইনে পড়ে, সেখানকার পরিবেশ সম্পর্কে তারা ভালোই জ্ঞাত আছে। আর তাছাড়া পাঠ্যবইও সুবিধার না। ইসলামী আক্বীদা বিরুদ্ধ পড়া, ব্যভিচারের কাহিনী শিখা লাগে।যা বাংলা সাহিত্যে আছে আমরা সবাই জানি। এমন হলে সন্তানকে স্কুল কলেজে দেয়া জায়েজ হবে কিনা.. তাছাড়া সেখানকার পরিবেশে ছেলেমেয়ে উদ্ধত্য হয়, অহংকার করা শিখে, হিংসা শিখে।
২) জেনেছিলাম, ফ্রি মিক্সিং এডুকেশন ব্যবস্থা হারাম। এটা কি সঠিক?