হেদায়াত প্রাপ্ত হয়েছিলাম প্রায় দুই বছর হবে। খুব দ্বীনদার কিছু মানুষের সাথে থেকে পরিবর্তন এসেছিলো ঠিক কিন্তু খেয়াল করলাম তাদের সঙ্গে ত্যাগ করলে আমার নিজস্ব ঈমান খুবই দুর্বল। বিরূপ পরিবেশে গেলে সেই ঈমান আর তেমন কাজে দিতে পারেনা।
খুব বড় একটা গুনাহে লিপ্ত হয়ে যাই নিজে থেকেই। ভুল বুঝতে পারার পর তা থেকে সরে আসলেও মনে মনে যেন তা নিয়ে একটা সময় অসন্তুষ্টি কাজ করা শুরু করে। এবং বার বার একই ভুল করতে লাগলাম। শুধু মাত্র নিজের নফসের তাড়নায়। শুরুতে সেই পাপ গোপন থাকলেও একটা সময় তা প্রকাশ পে এবং আমিও নিজের বিশ্বস্ততা হারাই।
এখন আমি একেবারেই আগের মতো নেই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও আগের মতো স্বাদ তো পাইই না , ভালো কাজ/ আমলে কোনো আগ্রহ অনুভব করি না। অনেক খারাপ কাজেও বরং নিঃসঙ্কোচ লাগে। অনেক ভালো কাজ এইজন্য করি যে আগে করতাম তাই। আল্লাহর প্রতি ভয় , ভালোবাসা যে কি পরিমান কমেছে তা বলার মতো না। আগে তালিমে উপস্থিত থাকলেও এখন ইচ্ছা করে না। তাফসীর , বিভিন্ন ইসলামিক বই , লেকচার , আমলে অভ্যস্থ ছিলাম ,তওবা করেছি। তবুও আগের মতো মধুরতা , শান্তি ,ঈমান অনুভব হয় না মোটেই। নাসীহা তেও কাজ হয়না তেমন। ভালো ভিডিও , লেখা দেখার পর একটা ভালো লাগা/ পরিবর্তন কাজ করলেও একটু পরেই তা উধাও হয়ে যায়। দোআ/ কান্নাকাটির কিছুক্ষন পর আবার আগের মতো উদাসীন হয়ে যাই। খুব অলসতা লাগে ভালো কাজে। আমি শুধু চাই কিন্তু তা কাজে রূপ দিতে পারি না। শুধু উপদেশ নেই। কিন্তু ২/৩ দিনের বেশি তা কাজে লাগিয়ে যেতে পারিনা। ইস্তেগফার কিছুক্ষন পড়ি , এরপর আর ইচ্ছা করে না , আবার আগের মতো হয়ে যাই । দোআ করি খুব মন দিয়ে কয়েকবার , পরে অলস লাগে , চালিয়ে যেতে পারি না।
ভাবি যে হারাম তো করেই ফেলেছি, এখন আর কি গুনাহ থেকে বাঁচবো/ এখনকার পাপ থেকে বাঁচা বুঝি লোক দেখানো, এতে আল্লাহর ভয় নাই।
আর হঠাৎ করেই খেয়াল করছি, চেহারা কেমন কালো হয়ে যাচ্ছে। গুনাহ করলে তার ছাপ চেহারায়ও পরে।
আমার মনে হয় আমার হেদায়াত চলে গেছে। জীবনের দৃষ্টি ভঙ্গি বদলে যাচ্ছে। আল্লাহকে আপন তো করতে পারিয় নি , নিজেকে দ্বীন , দুনিয়া --উভয় ক্ষেত্রেই ইউসলেস মনে হয়। আমি এমন জীবন চাই না। আমি জান্নাতে যেতে চাই। আমি জাহান্নামে যেতে চাইনা , আল্লাহর অসন্তুষ্টি চাই না। লক্ষ্যহীন জীবন চাই না। ধৈর্যশীল হতে চাই। ব্যক্তিত্ববান হতে চাই। ভালো ব্যবহারের, চরিত্রের হতে চাই। আমি তো আল্লাহকে মূল প্রায়রীটিতে রাখতাম, এখনো তেমন চাই , আমি ভালো হতে চাই। এখন কেন মনে হয় যেন আল্লাহ অনেক দূরে ? শুধু উপদেশের পর উপদেশ না নিয়ে তা কাজে লাগাতে চাই।
যে আল্লাহর পথে চেষ্টা করে / হেদায়েত চায়, তাকে তো আল্লাহ হেদায়েত দেন, আমি কেন আগের মতন হচ্ছি না, মৃত অন্তর কেন জীবন পাচ্ছে না?
আমি কি করব?