আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
138 views
in পবিত্রতা (Purity) by (26 points)
১/ আমাদের দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যাদি(যেমনঃথালা,বাসন,প্লেট,পাটাপুতা,বাটি,প্লাস্টিকের জালি,পাতিল,রান্নার বিভিন্ন সরঞ্জাম,চামচ,গোসলেট মগ-বালতি,রান্নার কাজের সকল জিনিসপত্র)  এ জাতীয় বস্তুগুলোতে নাপাকি লাগলে আমি যদি এগুলো  একসাথে ৩ বার ধুই তাহলে কী পবিত্র হয়ে যাবে।

২/ ১ নং এর পবিত্রকরন পদ্ধতি করার পর সেগুলো ভিজলে লী নাপাকি চলে আসবে

৩/ এই ১ নং এর বস্তুগুলো  একসাথে ৩ বার ধোয়ার পর কী মুছা লাগনবে বা শুকানো লাগবে।

৪/ যেমনঃ একটা গোসলোর মগ বা খাবার প্লেট নাপাক হল। আমি সেটা ৩ বার একসাথে ধুলাম।এরপর তে সেটার গায়ে পানি লেগে থাকবে।সেটা কী শুকানো বা মুছা লাগবে।

৫/ গুগুলে দেখলাম এক জায়গায় বলা ১ নং এর বস্তুগুলো প্রথমে ১ বার ধুতে হবে।তারপর পানি টপকিয়ে ফড়তে দিতে হবে বা শুকাতে হবে।এরকম পর্যায়ক্রমে  ২য় ও ৩য় বার করতে হবে তারপর আবার শুকাতে হবে।এই নিয়মটা কী ঠিক।
৬/ ৫ নং এ যে বলল এরকম যদি করি তাহলে তে এই জিনিসগুলো ধুতে আর মুছতেই সমসয় চলে যাবে।ইবাদত কখন করব।আর এগুলো করাও তো কঠিন।আপনারা কী বলেন

৭/ তাই আমাকে দয়া করে সহিহ হাদিসের আলোকে সমাধান দিন।সহিহটা দিবেন।ভুলটা দিলে কিন্তু আপনারাও গুনাহগার হবেন।

৮/ পবিত্রতার এই বিষয়গুলো নিয়ে কী মতবিরোধ আছে।আহলে হাদিস,হানাফি,শাফেয়ী বা অন্য মাজহাবেট আলেমদেট ইখতেলাফ আছে।

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
তিনবার ধৌত করার পর যদি তাতে কোনো নাপাকি না থাকে, তাহলে উক্ত দ্রব্যাদি পবিত্র হয়ে যাবে।

(২)
পরবর্তীতে আবার ভিজলে আর নাপাকি ফিরে আসবে না।

(৩)
তিনবার ধৌত করার দ্বারা যদি দৃশ্যমান নাপাকি তা থেকে চলে যায়, তাহলে উক্ত জিনিষগুলো আর শুকানো বা মুছার কোনো প্রয়োজনিয়তা নাই।

(৪)
না, শুকানো বা মুছার কোনো প্রয়োজনিয়তা নাই।


(৫)
যেহেতু এই জিনিষগুলোতে নাপাকি চুষার কোনো যোগ্যতা নাই, তাই এগুলোকে আপনার বর্ণিত নিয়মে শুকানোর কোনো প্রয়োজনিয়তা নাই।


(৬)
না, শুকানোর কোনো প্রয়োজনিয়তা নাই।


(৭)
আমরা সহীহ-ই দেই।আপনার সন্দেহ হলে আমাদের এখানে আর প্রশ্ন করবেন না।(দুঃখিত)

(৮)
জ্বী, মতবিরোধ রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...