১/ আমাদের দৈনন্দিন ব্যবহৃত দ্রব্যাদি(যেমনঃথালা,বাসন,প্লেট,পাটাপুতা,বাটি,প্লাস্টিকের জালি,পাতিল,রান্নার বিভিন্ন সরঞ্জাম,চামচ,গোসলেট মগ-বালতি,রান্নার কাজের সকল জিনিসপত্র) এ জাতীয় বস্তুগুলোতে নাপাকি লাগলে আমি যদি এগুলো একসাথে ৩ বার ধুই তাহলে কী পবিত্র হয়ে যাবে।
২/ ১ নং এর পবিত্রকরন পদ্ধতি করার পর সেগুলো ভিজলে লী নাপাকি চলে আসবে
৩/ এই ১ নং এর বস্তুগুলো একসাথে ৩ বার ধোয়ার পর কী মুছা লাগনবে বা শুকানো লাগবে।
৪/ যেমনঃ একটা গোসলোর মগ বা খাবার প্লেট নাপাক হল। আমি সেটা ৩ বার একসাথে ধুলাম।এরপর তে সেটার গায়ে পানি লেগে থাকবে।সেটা কী শুকানো বা মুছা লাগবে।
৫/ গুগুলে দেখলাম এক জায়গায় বলা ১ নং এর বস্তুগুলো প্রথমে ১ বার ধুতে হবে।তারপর পানি টপকিয়ে ফড়তে দিতে হবে বা শুকাতে হবে।এরকম পর্যায়ক্রমে ২য় ও ৩য় বার করতে হবে তারপর আবার শুকাতে হবে।এই নিয়মটা কী ঠিক।
৬/ ৫ নং এ যে বলল এরকম যদি করি তাহলে তে এই জিনিসগুলো ধুতে আর মুছতেই সমসয় চলে যাবে।ইবাদত কখন করব।আর এগুলো করাও তো কঠিন।আপনারা কী বলেন
৭/ তাই আমাকে দয়া করে সহিহ হাদিসের আলোকে সমাধান দিন।সহিহটা দিবেন।ভুলটা দিলে কিন্তু আপনারাও গুনাহগার হবেন।
৮/ পবিত্রতার এই বিষয়গুলো নিয়ে কী মতবিরোধ আছে।আহলে হাদিস,হানাফি,শাফেয়ী বা অন্য মাজহাবেট আলেমদেট ইখতেলাফ আছে।