আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
১)আপনাদের একটি ফতোয়াতে বলা হয়েছে,শুধু মনি বের হলেই গোসল ফরজ হবে।আবার আরেকটি ফতোয়াতে বলেছেন ঘুম থেকে ওঠার পর ভেজা কিছু দেখলে স্বপ্নের কথা স্মরণ না থাকলে, মযি হিসেবে নিশ্চিত হলে গোসল ফরজ হবে।তাহলে প্রশ্ন হলো মযি বের হলে গোসল ফরজ না হলে,ঘুম থেকে ওঠার পর দেখলে তাতে গোসল ফরজ হবে কেন?
২)আরো একটি ফতোয়াতে দেখলাম মযি সহবাসের পূর্বে কামোত্তেজনা বা এরকম কিছুর ফলে বের হয়।তাহলে কি অবিবাহিতদের মযি বের হয় না?শুধুই বীর্য ও ওদি(মহিলাদের ক্ষেত্রে)?
৩)মহিলাদের মযি যেহেতু সাদা ও স্বচ্ছ হয়,সাদাস্রাবও অনুরূপ হলে সাদাস্রাব থেকে তা আলাদা করবো কিভাবে?সাদাস্রাব তো ঘুমের মধ্যেও বের হয়,তাহলে কিভাবে বুঝবো গোসল ফরজ?
৪)সাদাস্রাব বা মযি বের হলে টিস্যু পেপার দিয়ে মুছে ওযু করে নামাজ পড়া যাবে?
৫)ওযু রাখার পর ওযু আছে কি নেই ভুলে গেলে করণীয় কি?ওই অবস্থায় ই কি সলাত আদায় করতে পারবো?
৬)ছোটখাটো ম্যাজিক দেখানো কি জায়েজ?বিভিন্ন কাগজ, কয়েন ইত্যাদি দিয়ে যেগুলো করা হয়?
এক্ষেত্রে অপরপক্ষ জানে যে এটি হাতের কারসাজি, ধোঁকা দেয়া হচ্ছে না।এগুলো টিভিতে বা সরাসরি দেখা জায়েজ?
৭)বিভিন্ন শায়েখগণ বলেন ফজরের এক-দেড় ঘণ্টা আগে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতে।এখন এই এক ঘন্টা কি শুধু সলাত পড়তে হবে?
৮)তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে দুআ করলে যে কবুল হয়,তা কি শুধু নামাজের ভিতরে নাকি বাইরেও?
ভিতরে হলে কি বাংলায় দুআ করা এবং কান্না করা যাবে?সলাতের ভিতর হাদিসে বর্ণিত দুআ করা যাবে?
৯)দাঁড়িয়ে পান করলে শয়তানের প্রস্রাব পান করা হয়,এ কথা কতটুকু সত্য?
১০)মুসলিম মেয়েদের কি হিন্দু মেয়েদের সাথে পর্দা করতে হবে?কতটুকু পর্দা করতে হবে?হোস্টেলে দেখা যায় একই রুমে হিন্দু রুমমেইট ও থাকে,এক্ষেত্রে পর্দা কিভাবে করবো? সবসময় তো হাত, পা, মাথা ঢেকে রাখা পসিবল না।এক্ষেত্রে কি করণীয়?
১১)কাউকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কি কোনো সুন্নাহ বা পদ্ধতি আছে,যাতে করে নেকি পাওয়া যাবে?
১২)আমার এক বোনকে নিচের পিকচারটি পাঠানোর পর,ও জিজ্ঞেস করেছে যে তার মানে কি ভালোবাসা প্রকাশ করা বৈধ?এক্ষেত্রে ভালোবাসা প্রকাশ বলতে কি সবাইকে প্রকাশ করা বুঝানো হয়েছে?
https://photos.app.goo.gl/e5PJGUVmisXVR6FB9
১৩)উমরি কাযা বলতে তেমন কিছু নেই।যখন হেদায়েতপ্রাপ্ত হবো, তওবা করে নামাজ শুরু করলেই আগের সব নামাজ কাযা করার গুনাহ মাফ।এটি কি ঠিক?
১৪)মেয়েদের সতর কতটুকু?
১৫)ইসলাম বিদ্বেষী কাউকে আল্লাহর লানত পরুক,বা এ ধরণের কোনো অভিশাপ দেয়া যাবে নাকি তাদের হেদায়েতের জন্য দুআ করতে হবে?
যেমন কুরআন বা রাসূল(ﷺ)এর অবমাননাকারীদের?
১৬)আমার জন্মদাত্রী মায়ের দ্বিতীয় স্বামী অর্থাৎ আমার সৎ বাবার আগের স্ত্রীর ছেলে সন্তানরা কি আমার মাহরাম?
১৭)মহিলারা কোনো কারণে বাইরে গেলে /সফরে বের হলে নামাজের সময় ওযু না থাকলে হিজাব খুলে ওযু করা পসিবল হয় না।এক্ষেত্রে করণীয় কি?
আর বাইরে নামাজ পরার সময় পর্দার খেলাফ হওয়ার আশঙ্কা থেকে কি মুখ ঢেকে নামাজ পড়বে নাকি খুলে?
অনেকগুলো প্রশ্ন,দুঃখিত।আশা করি উত্তর দিবেন।জাযাকুমুল্লাহ খায়ের।