আসসালামু আলাইকুম। ৯/১১ এর টুইনটাওয়ার
হামলা নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি কাজ করে। চুক্তিবদ্ধ নয় বা জিযিয়া দেয় না এমন কাফিরদের জানমাল হালাল।এদিক দিয়ে দেখলে মনে হয় ঠিক।আবার সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াত এ আল্লাহ বলছেন
ا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَٰتِلُوكُمۡ فِي ٱلدِّينِ وَلَمۡ يُخۡرِجُوكُم مِّن دِيَٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓاْ إِلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ
"দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিস্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন । "
এই আয়াত এর দিক দিয়ে দেখলে মনে হয় ভুল।
এক্ষেত্রে সঠিক মত কোনটি,উপযুক্ত তথ্য প্রমান সহ জানাবেন।