আমি যে আত্মীয়ের বাসায় আছি সে সুদের সেক্টরে কাজ করে বিধায় আমার তার ইনকামের খাবার খাওয়া হারাম হচ্ছে, তাই আপনারা অল্প পরিমাণ খেতে বলেছেন এবং ঐ টাকা সওয়াবের নিয়ত বাদে সাদাকাহ করতে বলেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম একজন প্রেগ্নেন্ট মহিলা যার স্বামীর এখন ইনকাম নেই ফলে তার চিকিৎসার জন্য টাকা দরকার,তাকে সাদাকাহ দিতে পারব কিনা,আপনারা
https://www.ifatwa.info/29902?show=29911#a29911 এই প্রশ্নের জবাবে এখানে বলেছেন যে ঐ মহিলার উপর যাকাত ফরজ না হলে দিতে পারব।
আমার প্রশ্ন হলো,
১।যাকাত ফরজ হলে কেন তাকে দিতে পারব না?
এখন সেই মহিলা ঋণগ্রস্ত, তাহলে তাকে যাকাত দেওয়া যায়, তাহলে কি তাকে সওয়াবের নিয়ত বাদে হারাম খাওয়ার টাকাটুকু সাদাকাহ দিলে হবে না?
গরিবদের যাকাত ও দেওয়া যায়,সেই হিসেবে আমি কাউকেই তাহলে আমার হারাম খাওয়ার টাকা সাদাকাহ করতে পারব না,
দয়া করে বিষয়টি একটু বুঝিয়ে বলবেন
২। অনলাইনে কিছু একাডেমি প্রত্যন্ত এলাকার নওমুসলিমদের সাহায্য করার জন্য ফান্ড তুলে,আমি কি তাদেরকে আমার হারাম খাওয়ার টাকাটুকু সাদাকাহ দিতে পারব? উল্লেখ্য, তাদেরকে যাকাত দেওয়া যাবে বলে উল্লেখ আছে
৩। সিরিয়া,ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলিমদের সাহায্য পাঠানোর জন্য কিছু প্রতিষ্ঠান কাজ করছে,আমি কি তাদেরকে আমার হারাম খাওয়ার টাকা টুকু সাদাকাহ করতে পারব?
৪। অনলাইনে একটি পেইজ থেকে এখন সুবিধাবঞ্চিত মাদ্রাসায় পড়ুয়া তালিবুল ইলমদের মধ্যে কুরআন বিতরণ করাএ প্রজেক্ট নেওয়া হয়েছে,আমি কি এখানে আমার হারাম খাওয়ার টাকা টুকু সাদাকাহ করতে পারব?
৫। মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, টিউবওয়েল নির্মাণ - এসব কাজে কি আমার হারাম খাওয়ার টাকা টুকু সাদাকাহ করতে পারব?
৬। অনেকে গরীব না কিন্তু অনেক জটিল রোগের চিকিৎসার টাকা যোগান দেওয়ার সামর্থ্য থাকে না তাই তারা সাদাকাহ কালেক্ট করে,আমি কি তাদেরকে আমার হারাম খাওয়ার টাকা টুকু সাদাকাহ করতে পারব?
৭। সাবান, শ্যাম্পু,তেল, টুথপেষ্ট, ডিটারজেন্ট, হ্যান্ডওয়াশ - এগুলোর প্রত্যেকটির ব্যবহার হারাম হবে? এগুলোর ঠিকঠিক হিসাব তো সম্ভব না, আনুমানিক হিসাব ধরে সাদাকাহ করলে হবে?
৮। এই বাসায় কয়েল ও আমি ব্যবহার করি কিন্তু রুমে আমি একা থাকি না,খালার রুমে আমি ও খালা থাকি, তাহলে কি কয়েলের টাকাটা আমি সাদাকাহ না করলে চলবে?
৯। খালাদের পানির বিল দেওয়া লাগে না,বাড়ির মালিক পানির বিল নেয় না, আর খালাদের চাল ও কিনে আনা না, গ্রাম থেকে পাঠানো, তাহলে কি পানি ও ভাত আমার জন্য হালাল হচ্ছে?
অনেকগুলো প্রশ্ন একসাথে করার জন্য আফওয়ান, আসলে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আর কোনো সোর্স আমার কাছে নেই,আর প্রতিবেলা হারাম খেতে হচ্ছে তাই আমি মানসিকভাবে ভেঙে পড়ছি দিনদিন, অনেক কষ্ট হচ্ছে,যতদ্রুত সম্ভব আমি প্রতিবার খাওয়ার টাকা সাদাকাহ করে দিতে চাই, আর হারাম খাওয়ার থেকেও বাঁচতে চাই, যতই টাকা সাদাখ করে দেওয়ার অপশন থাকুক,জেনে-বুঝে নিজের নাফস ও যে হারামে সাঁই দেয় না সেই হারামে ডুবে থাকতে গিয়ে আমি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি