আসসালামু আলাইকুম,
আমার জানতে চাওয়া আমি যদি বিভিন্ন ধরণের পাজল বুক (Puzzle Book) যেমন, Cryptic puzzles,Sudoku, nonogram, calcudoku, Masyu, Word Search, Kakaru, Hangman, Cryptogram, Word Scramble, Missing Vowel, Nurikabe, Mine Finder, Maze ইত্যাদি বানিয়ে বিক্রি করি তাহলে কি হালাল হবে?
এই ধরণের বুক সম্পর্কে বিস্তারিত জানতে গুগুল করতে পারেন। এগুলা মূলত বুদ্ধিবৃত্তিক পাজল বুক যা বাচ্চারা বা বয়স্করা খেলার মত করে ব্যবহার করতে পারে।