আসসালামু আলাইকুম।
ক্রিকেট খেলার বিশ্বকাপ চলছে এই মুহূর্তে। এ উপলক্ষে অনেকে অনেক পণ্যের উপর ছাড় দিচ্ছেন এই বলে যে, "আজকের ম্যাচে অমুক খেলোয়াড় যত রান করবে তত শতাংশ ডিসকাউন্ট অফার দেওয়া হবে"। বিশ্বকাপে বাংলাদেশের একজন খেলোয়াড় খুব বাজে খেলছেন, তাই তাকে বিদ্রুপ করে বলা হচ্ছে তিনি যত রান করবেন তত শতাংশ ডিসকাউন্ট। গত কয়েক ম্যাচে তিনি ৫-১০ রান করে করেছেন, তাই ডিসকাউন্টও দিলেও কম পরিমাণে দিতে হবে, এমন তাদের ধারণা। কিন্তু আজ সে খেলোয়াড় ৫০/৬০ রান করে ফেললে তাদেরও তত শতাংশ ডিসকাউন্ট দিতে হবে। আমার প্রশ্ন হলো, আমি একটি কোর্সে ভর্তি হতে চাই, সেই কোর্স থেকে বলা হয়েছে উক্ত খেলোয়াড় যত রান করবে তত শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে আগামীকাল। এই ডিসকাউন্ট গ্রহণ করা জায়েজ হবে?