আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
198 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (48 points)
মুফতি সাহেব,  মেহেরবানি করে উত্তর গুলো জানালে অমেক উপকার হয়!


মুফতি সাহেব, বেশি প্রশ্ন হবায় আন্তরিকভাবে দুঃখিত
১. আল্লাহর হুকুমে রাসূল (সাঃ) - এর বক্ষবিদারণ কোন ফেরেশতা করেছিলেন?
২. রাসূল (সাঃ) বক্ষবিদারণ মােট কতবার হয়েছিল ?
৩. জন্মের পর রাসূল (সাঃ) কার ঘরে লালিত পালিত হন?
৪. রাসূল (সাঃ) কোথায় ধ্যান করতেন?
৫. রাসূল (সঃ) কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহন করেন ?
৬. আবু তালিব সম্পর্কে রাসূল (সাঃ) কে হতেন?
৭. রাসূল (সাঃ) কতবার হজ্জ করেছিলেন?
৮. যারা মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে কি বলা হয় ?
৯, মদিনায় রাসূল (সাঃ) প্রথম কোন মসজিদ নির্মাণ করেন?
১০, মক্কা থেকে মাদিনা হিজরতের সময় রাসূল (সাঃ) এর সাথে কোন সাহাবী ছিলেন ?
১১. হিজরতের পর রাসূল (সাঃ) কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তােলেন ?
১২. রাসূল (সাঃ) কোন কোন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন?
১৩. পবিত্র কুরআনে মুহাম্মদ নামটি কয়বার উল্লেখ আছে ?
১৪. খাদিজাতুল কুবরা রাঃ রাসূল (সাঃ) কি দেখে মুগ্ধ হয়ে ছিলেন?
১৫. রাসূল (সাঃ) সর্বপ্রথম কোন সংগঠন তৈরী করেন ?
১৬. রাসূল (সঃ) নাম আল-আমিন দেওয়া হয়েছিল এই আল-আমিন শব্দের অর্থ কি?
১৭. কার সম্মতিক্রমে হযরত মুহাম্মদ (সাঃ) ও বিবি খাদিজার (রাঃ) বিবাহ সম্পন্ন হয় ?
১৮, রাসূল (সঃ) কত খ্রিস্টাব্দে মদীনায় হিজরত করেন ?
১৯. চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা কোন সুরায় এসেছে?
২০. হযরত খাদিজা (রাঃ) এর উপাধি কি ছিল ?
২১, রাসূল (সঃ) কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন ?
২২. বিদায় হজ্জ কত খ্রিস্টাব্দে পালিত হয় ?
২৩. কোন স্থানে রাসূল (সঃ) বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন ?
২৪. আব্দুল মুত্তালিব এর প্রকৃত নাম কি ছিল?
২৫. সর্বপ্রথম মক্কার কোথায় কোরআনের তালিম শুরু হয়?:
২৬, মক্কায় গােপনে ইসলামের দাওয়াত কতদিন চলে ?
২৭. কাবা শরীফের ভিতরে নামাজ পড়া অবস্থায় কোন ব্যক্তি রাসূল (সঃ) উপর নাড়িভুড়ি ঢেলে দেয় ?
২৮. গােলামদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ?
২৯. কত হিজরীতে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল?
৩০. রাসূল (সঃ) এর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদের দুই টুকরা কোথায়
পড়েছিল?

1 Answer

0 votes
by (606,750 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জিবরাঈল আঃ
(২)
তিনবার
(৩)
দাদা আব্দুল মুত্তালিব তারপর চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত হন।
(৪)
হেরা গুহায়
(৫)
৫৭০ খৃষ্টাব্দে

(৬)
চাচা
(৭)
একবার
(৮)
মুহাজির
(৯)
কুবা

(১০)
আবু বকর রাযি
(১১)
আসহাবে সুফফাহ
(১২)
আব্বাস রাযি, হামযা রাযি
(১৩)
৪বার
(১৪)
আমানতদারি,বিচক্ষণতা। 
(১৫)
হিলফুল ফুযুল

(১৬)
বিশ্বাসী।

(১৭)
আবু-তালিবের সম্মতিতে

(১৮)
৬২৩ খৃষ্টাব্দে
(১৯)
সূরা কামার।

(২০)
তাহিরাহ - খাদিজা তাহিরাহ

(২১)
৮ম হিজরী মোতাবেক ৬৩১ খৃষ্টাব্দ।

(২২)
১০ হিজরী মোতাবেক ৬৩৩ খৃষ্টাব্দ।

(২৩)
আরাফার ময়দানে।

(২৪)
আব্দুল মুত্তালিবের নাম ছিল,শাইবাতুল হামদ বিন হাশিম।

(২৫)
যায়েদ ইবনে আরকাম রাযি এর বাড়ীতে

(২৬)
মক্কায় গোপনে তিন বৎসর দাওয়াতের কাজ চলেছিল।

(২৭)
আবু জেহেলের নেতৃত্বে উকবাহ ইবনে আবি মু'য়িত রাসূলুল্লাহ সাঃ এর উপর উঠের নাড়ীভুঁড়ি রেখেছিলো।

(২৮)
হযরত বেলাল রাযি 

(২৯)
৬ষ্ট হিজরীতে।
(৩০)

আবু কুবাইস পাহাড়ের উভয় পার্শ্বে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...