মুফতি সাহেব, মেহেরবানি করে উত্তর গুলো জানালে অমেক উপকার হয়!
মুফতি সাহেব, বেশি প্রশ্ন হবায় আন্তরিকভাবে দুঃখিত
১. আল্লাহর হুকুমে রাসূল (সাঃ) - এর বক্ষবিদারণ কোন ফেরেশতা করেছিলেন?
২. রাসূল (সাঃ) বক্ষবিদারণ মােট কতবার হয়েছিল ?
৩. জন্মের পর রাসূল (সাঃ) কার ঘরে লালিত পালিত হন?
৪. রাসূল (সাঃ) কোথায় ধ্যান করতেন?
৫. রাসূল (সঃ) কত খ্রিস্টাব্দে জন্ম গ্রহন করেন ?
৬. আবু তালিব সম্পর্কে রাসূল (সাঃ) কে হতেন?
৭. রাসূল (সাঃ) কতবার হজ্জ করেছিলেন?
৮. যারা মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে কি বলা হয় ?
৯, মদিনায় রাসূল (সাঃ) প্রথম কোন মসজিদ নির্মাণ করেন?
১০, মক্কা থেকে মাদিনা হিজরতের সময় রাসূল (সাঃ) এর সাথে কোন সাহাবী ছিলেন ?
১১. হিজরতের পর রাসূল (সাঃ) কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তােলেন ?
১২. রাসূল (সাঃ) কোন কোন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন?
১৩. পবিত্র কুরআনে মুহাম্মদ নামটি কয়বার উল্লেখ আছে ?
১৪. খাদিজাতুল কুবরা রাঃ রাসূল (সাঃ) কি দেখে মুগ্ধ হয়ে ছিলেন?
১৫. রাসূল (সাঃ) সর্বপ্রথম কোন সংগঠন তৈরী করেন ?
১৬. রাসূল (সঃ) নাম আল-আমিন দেওয়া হয়েছিল এই আল-আমিন শব্দের অর্থ কি?
১৭. কার সম্মতিক্রমে হযরত মুহাম্মদ (সাঃ) ও বিবি খাদিজার (রাঃ) বিবাহ সম্পন্ন হয় ?
১৮, রাসূল (সঃ) কত খ্রিস্টাব্দে মদীনায় হিজরত করেন ?
১৯. চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা কোন সুরায় এসেছে?
২০. হযরত খাদিজা (রাঃ) এর উপাধি কি ছিল ?
২১, রাসূল (সঃ) কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন ?
২২. বিদায় হজ্জ কত খ্রিস্টাব্দে পালিত হয় ?
২৩. কোন স্থানে রাসূল (সঃ) বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন ?
২৪. আব্দুল মুত্তালিব এর প্রকৃত নাম কি ছিল?
২৫. সর্বপ্রথম মক্কার কোথায় কোরআনের তালিম শুরু হয়?:
২৬, মক্কায় গােপনে ইসলামের দাওয়াত কতদিন চলে ?
২৭. কাবা শরীফের ভিতরে নামাজ পড়া অবস্থায় কোন ব্যক্তি রাসূল (সঃ) উপর নাড়িভুড়ি ঢেলে দেয় ?
২৮. গােলামদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ?
২৯. কত হিজরীতে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল?
৩০. রাসূল (সঃ) এর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদের দুই টুকরা কোথায়
পড়েছিল?