বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। এটি
ইবাদত-বন্দেগী স্থান। ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের স্থান নয়। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন এবং মসজিদের
ভেতর ক্রয়-বিক্রয়কারীর জন্য বদ দুআ করেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত । তিনি বলেন-
نهي رسول الله صلي الله عليه و سلم عن الشراء و البيع في المسجد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদীস ১০৭৯)
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হয়েছ।
তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-
إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ فِي المَسْجِدِ
فَقُولُوا: لَا أَرْبَحَ اللهُ تِجَارَتَكَ
অর্থাৎ তোমরা মসজিদে কাউকে বেচা-কেনা করতে
দেখলে তাকে বল, আল্লাহ তোমার ব্যবসাকে
অলাভজনক করুন। (জামে তিরমিযী, হাদীস ১৩২১)
ইমাম মালেক রাহ. সূত্রে বর্ণিত যে, আতা ইবনুল ইয়াসার রাহ.-এর পাশ দিয়ে মসজিদে ক্রয়-বিক্রয়কারী
কোনো ব্যক্তি অতিক্রম করলে তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করতেন, তোমার সাথে কী আছে এবং তোমার উদ্দেশ্য কি? সে ব্যবসার উদ্দেশ্য প্রকাশ করলে তিনি
তাকে বলতেন-
عَلَيْكَ بِسُوقِ الدُّنْيَا. فَإِنَّمَا هذَا سُوقُ الآخِرَةِ
অর্থাৎ তুমি দুনিয়ার বাজারে যাও; কেননা মসজিদ তো কেবল আখেরাতের বাজার।
(মুআত্তা ইমাম মালেক, হাদীস ৬০১)
আদ্দুররুল মুখতার ২/৪৪৮; আলবাহরুর রায়েক
২/৩০৩; বাদায়েউস সানায়ে
২/২৮৭; ফাতহুল কাদীর
২/৩১২
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. প্রশ্নে উল্লেখিত দোয়াটি হুবহু শব্দে কোনো হাদীসে খোঁজে পাওয়া যায়নি। হাদীস
নাম্বার থাকলে হাদীস নাম্বার দিলে ভালো হয়।
২. মসজিদে ক্রয়-বিক্রয় করা নিষেধ। যদিও তা দ্বীনী কিতাব হোক। আর মসজিদে দানকৃত
পণ্য বা মসজিদের মালিকানাধীন বস্তুর হুকুম একই। অর্থাৎ এগুলোও মসজিদের মধ্যে
ক্রয়-বিক্রয় করা নিষেধ। অবশ্য ইতিকাফকারীর প্রয়োজনীয় কেনাকাটার কেউ না থাকলে পণ্য
উপস্থিত না করার শর্তে এবং অন্য কারো ক্ষতি না করে অতীব প্রয়োজনীয় কেনাকাটা বা তার
আলাপ-আলোচনার অনুমতি রয়েছে।
অতএব, মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লীদের জন্য জরুরি
হল, মসজিদে ক্রয়-
বিক্রয় থেকে বিরত থাকা এবং মসজিদের মালিকানাধীন বা দানকৃত কোনো কিছু বিক্রি করতে
চাইলে মসজিদের বাইরে গিয়ে বিক্রি করবে। তবে মসজিদের মধ্যে উক্ত ক্রয়-বিক্রয়ের ইলান
করতে পারবে । (তাবয়ীনুল হাকায়েক ১/২২৯; আলবাহরুর রায়েক ২/৩০৩; বাদায়েউস সানায়ে ২/২৮৭; রদ্দুল মুহতার ২/৩১২)