আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,। আমি আর আমার স্বামী আমার ননদের বাসায় থাকি,আমি স্টুডেন্ট, আমার স্বামী সদ্য ভার্সিটি থেকে পাশ করেছেন,বেকার।চাকরির জন্য ট্রাই করছে,,আমি পর্দা করার কারণে আমার ননদ আমাদের কে তার বাসায় রাখবে না,,যদি পর্দা না করে তার স্বামীর সামনে যাই তাহলে তারা আমাদের বাসায় রাখবেন,সম্পর্ক রাখবেন নইলে রাখবেন না,,সে বাসায় না রাখলে আমার স্বামীর পরীক্ষা, ভাইবা,থাকা নিয়ে অনেক সমস্যা হবে,,আর আত্নীয়তার সম্পর্ক ও থাকবে না।এদিকে আমার স্বানী মানসিক ভাবে অসুস্থ একটু,,চিকিৎসা চলছে,,এই সিচুয়েশনে সে ওই বাসা ছাড়তে পারবে না,আবার আমার পর্দার ব্যাপারেও ছাড় দিবে না(সে চায় আমি পর্দা করি)।আর পর্দার ব্যাপারে তাদের কথা না শুনলে তারা বাসায় রাখবে না,সম্পর্ক ও রাখবে না। আমাদের কি করা উচিত হবে?