আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
5,095 views
in দাফন ও জানাজা (Burial & Janazah) by (14 points)
আমাদের এখানের হুজুররা বলেছে জানাজা ছাড়াই দাফন করতে হবে। কিন্তু, আহলে হাদীস আলেমরা বলেন ৪ মাস পর রুহ্ দিয়ে দেওয়া হয়। ৪ মাস পর মারা গেলে জানাজা দিতে হবে, আকীকা দিয়ে নাম রাখতে হবে। কোনটা মানব? আমার ভাতিজি মারা গিয়েছে গর্ভাবস্থায় ৯ মাসের সময়। তাকে দাফন করে ফেলেছি তো। জানাজা ছাড়া দাফন করলে কী আকীকা দেয়া যাবে? জানাজা ছাড়া দাফন করলে তারা কি হাশরের ময়দানে তাদের মা-বাবার নামে সুপারিশ করবে? হানাফি মাজহাবের মত কোনটি?

1 Answer

+1 vote
by (597,330 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-

সন্তান যদি মৃত ভুমিষ্ট হয়,তবে সেই সন্তানের নাম রাখারও প্রয়োজন নেই।এবং উক্ত মৃত সন্তানের জানাযার নামায পড়ারও নিয়ম নেই।নিয়মমাফিক কাফন পরিধান করানোরও কোনো প্রয়োজন নেই।

শুধুমাত্র একটি কাপড় দিয়ে পেছিয়ে তাকে দাফন করা হবে।এবং আক্বিকারও কোনো দরকার নেই।

হযরত জাবির রাযি, থেকে বর্ণিত

ﻋﻦ ﺟﺎﺑﺮ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻄﻔﻞ ﻻ ﻳﺼﻠﻰ ﻋﻠﻴﻪ ﻭﻻ ﻳﺮﺙ ﻭﻻ ﻳﻮﺭﺙ ﺣﺘﻰ ﻳﺴﺘﻬﻞ

(ﺑﺎﺏ ﻣﺎ ﺟﺎﺀ ﻓﻲ ﺗﺮﻙ ﺍﻟﺼﻼﺓ ﻋﻠﻰ ﺍﻟﺠﻨﻴﻦ ﺣﺘﻰ ﻳﺴﺘﻬﻞ)

রাসূলুল্লাহ সাঃ বলেন-

নবজাতক শিশু ভুমিষ্ট হওয়ার পর যদি আওয়াজ না দেয়(তথা মৃত হলে) তবে তার জানাযার নামায পড়া যাবে না।সে কারো ওয়ারিছও হবে এবং কাউকে ওয়ারিছও বানাবে না।

সুনানে তিরমিযি-১০৩২
আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.

পরিচালক

ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাডাকাল্লহ। চিন্তিত ছিলাম
by (597,330 points)
জাযাকুমুল্লাহ

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...