আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি অনার্স ২য় বর্ষে অধ্যয়নরত।আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ পর্দা করি। স্টুডেন্ট আইডি কার্ড /এনআইডি কার্ড/আবাসিক হোস্টেল কার্ডে পাসপোর্ট সাইজ ছবি দিতে হয় বাধ্যতামূলক। এখন আমি যদি নিকাব পরে ছবি দিতে চাই তাহলে কার্যকর হবেনা।তাই হিজাব পরে কোনো ধরনের সাজগোজ ছাড়া মুখ খোলা রেখে পাসপোর্ট সাইজ ছবি দিতে পারবো কি?? এই আইডি কার্ড গুলো বিভিন্ন সময় প্রয়োজনে ফটোকপি করতে হয়, ছবি থেকে ছবি বের করে নিতে হয়, সেক্ষেত্রে মহিলা ফটোকপির দোকানদার/কম্পিউটারের দোকানদার না পেয়ে থাকলে আমরা কি পুরুষদের কাছে ফটোকপি, ছবি থেকে ছবি বের করে নিতে পারবো??
বিভিন্ন সময় ঐ প্রতিষ্ঠানের ঐ বিষয়ে পুরুষ কর্মচারীরা এই আইডি কার্ডের ছবি গুলো দেখে তখন কি আমরা গোনাহগার হবো???
আর একটা প্রশ্ন:আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর ইসলামের বুঝ পেয়েছি আলহামদুলিল্লাহ।বর্তমানে আমাদের যে ভাইরা জেনারেল শিক্ষিত এবং ধর্মনিরপেক্ষতা,নাস্তিক্যবাদ নারীবাদ,পশ্চিমা বিশ্বের বিভিন্ন ফাঁদ ইত্যাদি নিয়ে মানুষকে সচেতন করে তাদের বই, লেকচার শুনে ইসলামের বুঝ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো নিয়ে আমার পড়াশুনা করার ইচ্ছে আছে এবং আমার আশেপাশের যে বোনেরা এগুলোতে আচ্ছন্ন তাদেরকে সচেতন করার ইচ্ছে।
আমার পূর্বে চাকুরি করার স্বপ্ন থাকলেও তা আমি বাদ দিয়েছি আলহামদুলিল্লাহ।আমার বাসা থেকে আমাকে বিয়ে দিতে ইচ্ছুক।আমার বিয়ের পর আমি ভার্সিটিতে আর ক্লাস করতে ইচ্ছুক নই,কারন তখন একজন স্ত্রীর দায়িত্ব থাকে স্বামীর সংসার দেখাশুনার। কিন্ত আমার স্বপ্ন জেনারেল শিক্ষিত বোনদের মাঝে দাওয়াতি কাজ করার।
এখন আমি একটা পরামর্শ চাই।আসলে আমি বুঝতেছিনা কি সিদ্ধান্ত নিব।আমি বিয়ের পর পড়াশুনা কন্টিনিউ করবো নাকি ছেড়ে দিব এটা নিয়ে দোটানায় আছি।
আমি চাচ্ছিলাম আমার ডিপার্টমেন্ট যদি আমাকে অনুমতি দেয় শুধু পরীক্ষার সময় এসে পরিপূর্ণ পর্দা মাহরাম ননমাহরাম মেইনটেইন করে পরীক্ষা দিয়ে যাবো।ভার্সিটিতে আর থাকতে হবেনা,স্বামীর সংসার করতে পারবো আর পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাব।তাহলে আমার দুটোই কন্টিনিউ হচ্ছে।আমার চাকুরি করার ইচ্ছে নাই শুধু আকটা ডিগ্রী প্রয়োজন ভালো রেজাল্ট এরো দরকার নাই।ডিগ্রী এজন্যই চাই যখন আমি জেনারেল শিক্ষিত বোনকে ইসলামের দাওয়াত দিতে যাব তখন যেনো আমার কথাকে অবমূল্যায়ন না করে।এটা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই ডিগ্রী অর্জনের।
এই সিদ্ধান্তটা কি ঠিক হবে নেয়া। ইসলাম কি অনুমতি দেয় এক্ষেত্রে।
দ্বিতীয়ত: আমি টোটালি ভার্সিটি ছেড়ে চলে যেতে ইচ্ছুক।
এই সিদ্ধান্ত টাও কি ঠিক হবে।।
দয়া করে ইসলামের আলোকে আমাকে পরামর্শ দিবেন।জাঝাকাল্লাহ খইরন।