উত্তর
بسم الله الرحمن الرحيم
,
কুরআন মাজিদ সহীহ শুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হল গুন্নাহ্।নাক ব্যবহার করে উচ্চারণকে গুন্নাহ্ বলে। আরবি হরফ ২৯ টি।এর মাঝে গুন্নাহ্র হরফ ২ টি। ن ও م গুন্নাহর হরফ।গুন্নাহ করা ওয়াজিব।গুন্নাহর স্থলে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়।কুরআন মাজিদ তিলাওয়াতের ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম।নিচে গুন্নাহ্ সম্পর্কে সবিস্তারে আলোচনা পেশ করা হল।
★ওয়াজিব গুন্নাহ্ এর পরিচয়
হরকতের পরে (এক যবর ,এক যের , এক পেশ, মী-মে বা নূ-নে তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্নাহ্ বলে।যেমনঃ
اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ
★নূন সাকিন (نْ) গুন্নাহ্
★(نْ) নূ-ন ছাকিন ও তানউইন এর খুব সহজ নিয়ম
নূন সাকিন বা তানউইন এর পর এই ৮ টি হরফ ء,ه,ع,ح,غ,خ ل,ر এর যে কোনো একটি হরফ আসলে উক্ত নূন সাকিন তানউইনকে গুন্নাহ্ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমনঃ – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل
★আর নূন সাকিন বা তানউইন পরে এই ৮ টি হরফ ء,ه,ع,ح,غ,خ ل,ر এর যে কোনো একটি হরফ না আসলে উক্ত নূন সাকিন তানউইনকে গুন্নাহ্ করে পড়তে হয়।যেমনঃ -مِنْ جُوْعٍ- مِنْ سِجِّيْل
★নূন সাকিন (نْ) ও তান্উইন এর বিস্তারিত বর্ণনা
★নুন সাকিন ও তানবীন এর ৪টি বিধান।
১. ইযহারঃ ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। ইযহারের হরফ ৬টি ء,ه,ع,ح,غ,خ । নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলির যেকোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও নুন তানভীন কে স্পষ্ট করে পড়তে হয়।যেমনঃ – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل
★২. ইদগামঃ ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম এর হরফ ৬টি ي,و,ل,م,ن,ر-
ইদগাম ২প্রকার
★ইদগামে বাগুন্নাহঃ
ইদগামে বাগুন্নাহ এর হরফ ৪টি ى,و,م,ن।
নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলি আসলে তাশদীদ দিয়ে আসে তখন উক্ত নূ-ন সাকিন ও তানউইন কে গুন্নাহ করে পড়তে হয়। যেমনঃ ْمَنْ يَّعْمَل
★ইদগামে বেলা গুন্নাহ্ঃ
ইদগামে বেলা গুন্নাহ্ হরফ ২টি ل,ر । নুন সাকিন ও তানভীন এর পর এই দুইটি হরফ এর যে কোন একটি হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানউইন কে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমনঃ مِنْ لَّدُنْكَ
★৩. ইকলাবঃ ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব এর হরফ ১টি ب । নুন সাকিন ও তানউইন এর পর ইকলাব এর অক্ষর ب আসলে উক্ত নুন সাকিন ও তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করে পড়তে হয়।
★৪. ইখফাঃ ইখফা অর্থ অস্পষ্ট করে পরা। এর অক্ষর ১৫টি ت,ث,ج,د,ذ,ز,س,ش,ص,ض,ط,ظ,ف,ق,ك, । নূন সাকিন বা তানউইন এর পর ইখফার হরফ এর যে কোনো একটি হরফ আসলে উক্ত নূন সাকিন তানউইনকে গুন্নাহ্ করে অস্পষ্ট করে পড়তে হয়।
★★(مْ) মী-ম ছাকিন এর নিয়ম
যযমওয়ালা মী-ম ( مْ ) কে মী-ম সাকিন বলে। مْ পড়ার ২ টি নিয়ম আছে,
★১) مْ এর পরে م আসলে তাশদিদ ধরে গুন্নাহ্ সহ মিলিয়ে পড়তে হয়। যেমনঃ إِنَّهُمْ مَّسْئُولُونَ – مَا أَنتُمْ مُّلْقُونَ
★২) مْ এর পরে ب আসলে গুন্নাহ্ করে পড়তে হয়। تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ – وَمَا هُمْ بِمَا