আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
3,920 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম,

 ওয়াজিব গুন্নাহ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (583,020 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم  
,
কুরআন মাজিদ সহীহ শুদ্ধভাবে তিলাওয়াতের একটি নিয়ম হল গুন্নাহ্।নাক ব্যবহার করে উচ্চারণকে গুন্নাহ্ বলে। আরবি হরফ ২৯ টি।এর মাঝে গুন্নাহ্র হরফ ২ টি। ن ও م গুন্নাহর হরফ।গুন্নাহ করা ওয়াজিব।গুন্নাহর স্থলে কমপক্ষে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়।কুরআন মাজিদ তিলাওয়াতের ক্ষেত্রে গুন্নাহর গুরুত্ব অপরিসীম।নিচে গুন্নাহ্ সম্পর্কে সবিস্তারে আলোচনা পেশ করা হল।

★ওয়াজিব গুন্নাহ্ এর পরিচয়

হরকতের পরে (এক যবর ,এক যের , এক পেশ,  মী-মে বা নূ-নে তাশদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্নাহ্ বলে।যেমনঃ
اَنَّ-اِنّ-اُنَّ / اَمَّ- اَمِّ-اَمُّ

★নূন সাকিন (نْ) গুন্নাহ্


★(نْ) নূ-ন ছাকিন ও তানউইন এর খুব সহজ নিয়ম

 নূন সাকিন বা তানউইন এর পর এই ৮ টি হরফ ء,ه,ع,ح,غ,خ ل,ر  এর যে কোনো একটি হরফ আসলে  উক্ত নূন সাকিন তানউইনকে  গুন্নাহ্  ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমনঃ  – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل

★আর নূন সাকিন বা তানউইন পরে এই ৮ টি হরফ  ء,ه,ع,ح,غ,خ ل,ر  এর যে কোনো একটি হরফ না আসলে  উক্ত নূন সাকিন তানউইনকে  গুন্নাহ্   করে পড়তে হয়।যেমনঃ  -مِنْ جُوْعٍ- مِنْ سِجِّيْل

★নূন সাকিন (نْ) ও তান্উইন এর বিস্তারিত বর্ণনা

★নুন সাকিন ও তানবীন এর ৪টি বিধান।
১. ইযহারঃ ইযহার অর্থ স্পষ্ট করে পড়া। ইযহারের হরফ ৬টি   ء,ه,ع,ح,غ,خ । নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলির যেকোনো একটি  হরফ আসলে উক্ত  নুন সাকিন ও নুন তানভীন কে স্পষ্ট করে পড়তে হয়।যেমনঃ – مِنْ خَوْفٍ – مِنْ اَجَل

★২. ইদগামঃ ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম এর হরফ ৬টি   ي,و,ل,م,ن,ر-    
 ইদগাম ২প্রকার
★ইদগামে বাগুন্নাহঃ
ইদগামে বাগুন্নাহ এর হরফ ৪টি ى,و,م,ن। 
নুন সাকিন ও তানভীন এর পর এই হরফ গুলি আসলে তাশদীদ দিয়ে আসে তখন উক্ত নূ-ন সাকিন ও তানউইন কে  গুন্নাহ করে পড়তে হয়। যেমনঃ  ْمَنْ يَّعْمَل

★ইদগামে বেলা গুন্নাহ্ঃ
ইদগামে বেলা গুন্নাহ্  হরফ ২টি ل,ر । নুন সাকিন ও তানভীন এর পর এই দুইটি  হরফ এর যে কোন একটি  হরফ আসলে উক্ত নূন সাকিন ও তানউইন কে  গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমনঃ  مِنْ لَّدُنْكَ

★৩. ইকলাবঃ ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব এর হরফ ১টি ب । নুন সাকিন ও তানউইন এর পর ইকলাব এর অক্ষর  ب আসলে উক্ত নুন সাকিন ও তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নাহ করে পড়তে হয়।

★৪. ইখফাঃ ইখফা অর্থ অস্পষ্ট করে পরা। এর অক্ষর ১৫টি ت,ث,ج,د,ذ,ز,س,ش,ص,ض,ط,ظ,ف,ق,ك, । নূন সাকিন বা তানউইন এর পর ইখফার  হরফ এর যে কোনো একটি হরফ আসলে  উক্ত নূন সাকিন তানউইনকে  গুন্নাহ্ করে অস্পষ্ট করে পড়তে হয়।


★★(مْ) মী-ম ছাকিন এর নিয়ম

যযমওয়ালা মী-ম  ( مْ ) কে মী-ম সাকিন বলে। مْ পড়ার ২ টি নিয়ম আছে,
★১)  مْ  এর পরে  م  আসলে  তাশদিদ ধরে গুন্নাহ্ সহ মিলিয়ে পড়তে হয়। যেমনঃ   إِنَّهُمْ مَّسْئُولُونَ – مَا أَنتُمْ مُّلْقُونَ

★২) مْ  এর পরে   ب  আসলে গুন্নাহ্ করে পড়তে হয়। تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ – وَمَا هُمْ بِمَا


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...