আসসালামু আলাইকুম,
আমার কিছু প্রশ্ন আছে, দয়াকরে উত্তর দিলে উপকৃত হব ইনশাআল্লাহ্ ।
প্রশ্ন-১ঃ কোনো প্রোডাক্টের মানিক না হয়ে সেই প্রোডাক্ট অন্যের নিকট বিক্রি করা কি জায়েজ হবে?
প্রশ্ন-২ঃ আর বিক্রির ইনকাম কি হালাল হবে ?
আমি কোথায় যেন একটা হাদিস শুনেছিলাম যে,
মালিক না হয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করতে নবী (সঃ) নিষেধ করেছ্বেন ।,
প্রশ্ন-৩ঃ এই হাদিসটা কি সহিহ? নবী (সঃ) কোন প্রসঙ্গে একথা বলেছিলেন? হাদিসের নাম্মার সহ দিলে উপকৃত হব।
প্রশ্ন-৪ঃ আমি যদি কোনো কোম্পানির হোস্টিং বিক্রি করি যার মালিক এখনও আমি হই নাই । কাস্টোমার আমাকে টাকা দিয়ে আমার লাভের টাকা রেখে বাকি টাকা দিয়ে ওই হোস্টিং প্যাকেজটি কিনে যদি কাস্টোমারকে দেই ,
(হোস্টিং এর সকল ফিচার ঠিকই থাকবে যেমন Storage, Email Account, Bandwigth ইত্যাদি)
তাহলে আমার লাভের টাকা কি হালাল হবে নাকি হারাম হয়ে যাবে? যেহেতু আমি এখনও ওই প্যাকেজটির মালিক হই নি ।
আরও একটি উদাহরণ দেইঃ যেমন, একটা মোবাইলের দাম ১২০০০ টাকা । Brand: Samsung, Model_C21, RAM: 4GB, ROM: 64GB, Camera: 18 Mega Pixel । আমার কাছে মোবাইলটা নাই আমি বক্স বা পিকচার আমার দোকানে সাজিয়ে রাখলাম এবং কাস্টোমারকে দেখালাম । এখন আমি যদি এই মোবাইলটাই ১৩০০০ টাকায় বিক্রি করি এবং তার কাছ থেকে টাকা আগে নিয়ে বলি মোবাইল কালকে দিব বা দুইদিন পরে দিবো ।
তারপর সে আমাকে ১৩০০০ টাকা দিলে আমি ১২০০০ টাকা দিয়ে মোবাইলটা কিনে এনে তাকে দেই Colour, Model, RAM, ROM সব সেইম বা ঠিকই আছে।
প্রশ্ন-৫ঃ তাহলে আমি যে ১০০০ টাকা লাভ করলাম এটা কি হালাল হবে নাকি ওই হাদিসের কারনে হারাম হয়ে যাবে?