আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
444 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)

সংগঠনের ব্যাপারে(বাংলাদেশ থেকে)-
আমরা কয়েকজন বন্ধুদের একটা সংগঠন আছে - নাম : United Students Organization of Social-services 
সংগঠনের মূললক্ষ্য : "ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য"
১.ধর্মনিরপেক্ষভাবে ছাত্র ঐক্য তৈরী করা কি জায়েয?
২."United Students Organization of Social-services" - এই নাম রাখাটা কি জায়েয হবে?
৩."ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য" - এটা কি শিরক?
৪."ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য" - এটা কি কুফর?
৫."সমাজের উন্নতির জন্য কাজ করা একজন মানুষের অন্যতম কর্তব্য" - কথাটা কি সঠিক?
৬."সচেতনতাই পরবর্তী প্রজন্মের টিকে থাকার একমাত্র মাধ্যম/সচেতনতা বর্তমান প্রজন্মের ভবিষ্যতে টিকে থাকার মূলমন্ত্র" - উক্তিগুলোর মধ্যে কি কোনো শিরক,কুফর আছে?
৭."সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা অপরিহার্য" - উক্তিটির মধ্যে কি কোনো শিরক,কুফর আছে?
৮."বাস্তবতার কি নির্মম পরিহাস" - উক্তিটি বলা বা লিখায় ব্যবহার করা কি জায়েয হবে?
৯."পরিবেশ দূষণ বর্তমান পৃথিবীর একটি বড় ধরনের সমস্যা। আমরা কারণে অকারণে এই সমস্যার অংশীদার হচ্ছি।অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড নির্গমনের ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। তৈরী হচ্ছে নতুন নতুন রোগের,যা আমাদের ভবিষ্যত জীবন কে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে।বিষাক্ত প্লাষ্টিক জাতীয় দ্রব্য ত্বরান্বিত করছে পরিবেশ দূষণকে।আজ বিশ্বব্যাপী চলছে পরিবেশ সুরক্ষার আন্দোলনভবিষ্যত জীবনকে সুরক্ষিত করতে আমাদেরকেও এগিয়ে আসতে হবেসুরক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ব হতে হবেঅন্যথায় ভবিষ্যত প্রজন্মের টিকে থাকা সম্ভব নয়।" - লেখনীটির মধ্যে কি কোনো শিরক,কুফর আছে?
১০.সংগঠনে কি কোনো মেয়ে সদস্য নিতে পারবো?
১১.আমাদের সাংগঠনিক কার্যক্রমের প্রয়োজনে নন-মাহরামদের সাথে কথা বলার বিধান কি?
১২.সংগঠনের জন্য বর্তমান রাষ্ট্রীয় অনুদান গ্রহন করা বা বর্তমান প্রশাসনের নিরাপত্তা নেয়া কি জায়েয হবে?
১৩.সংগঠনের জন্য বর্তমান বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিদের সাথে সম্পর্ক রাখার বিধান কি?
১৪.ইসলামের সাথে সাংঘর্ষিক মতাদর্শে বিশ্বাসী কোনো সংগঠন/ফাউন্ডেশন/ট্রাস্ট/প্রোজেক্টের কাছে এ্যাওয়ার্ডের জন্য নমিনী হওয়া যাবে কি না?বা তারা যদি এ্যাওয়ার্ড দিয়ে দে তাহলে গ্রহন করা যাবে কি না?
১৫.আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারের জন্য সংগঠন থেকে একজন নমিনী হিসেবে নির্বাচিত হয়েছেন।তাদের ওয়েবসাইটে হিজাব বিহীন ভাবে মেয়েদের ছবি আছে।এছাড়াও যিনি নির্বাচিত হয়েছেন উনি বয়স ভুল দিয়েছিলেন।ওয়েবসাইট লিংক : https://www.thekidsrightschangemakers.org/  

ক.এখানে নমিনী হওয়া কি জায়েয ছিলো?

খ.নমিনী হওয়াটা প্রচার করা বা এটা নিয়ে গর্ব করা কি জায়েয হবে?

গ.অলরেডি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেয়া হয়েছে।পোস্ট টা কি ডিলিট করতে হবে?

ঘ.আর যদি পুরষ্কৃত করে তাহলে পুরষ্কার গ্রহন করা কি জায়েয হবে?
১৬.জাতিসংঘ,সার্ক বা এরকম কোনো সংস্থার থেকে কি অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে?
১৭.হারাম উপার্জনকারী কারো থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে কি না?
১৮.বর্তমান জাতীয় বা আন্তর্জাতিক কোনো খেলার সাথে জড়িত কারো থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে কি না?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ধর্মনিরপেক্ষতার অর্থ ব্যাখ্যাসাপেক্ষ্য। ধর্মনিরপেক্ষতা অর্থ যদি হয়, যেকোনো ধর্মের মানুষকে উক্ত সংগঠনে সংযোজন করা হবে, এবং কাজ বা সেবা করতে যেয়ে কোনো ধর্মের বিধিবিধানের ধারস্থ হওয়া যাবে না, তাহলে এমন ধর্মনিরপেক্ষ সংগঠন জায়েয হবে না। আর হ্যা যদি এই অর্থ হয় যে, ইসলামী মূল্যবোধের আলোকে সংগঠন চলবে, তবে সকল ধর্মের মানুষকে সেবা দেওয়া হবে, তাহলে এমন সংগঠন নাজায়েয হবে না।

(২)জ্বী,
"United Students Organization of Social-services" নাম রাখা যাবে।

(৩)
"ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষা করাই আমাদের মূল লক্ষ্য" এমন কথা শিরকের পর্যায়ভুক্ত হবে না।

(৪)
"ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষা করাই আমাদের মূল লক্ষ্য" এমন কথা শিরকের পর্যায়ভুক্ত হবে না।

(৫)
"সমাজের উন্নতির জন্য কাজ করা একজন মানুষের অন্যতম কর্তব্য" কথাটি ভূল বা অশুদ্ধ নয়।

(৬)
"সচেতনতাই পরবর্তী প্রজন্মের টিকে থাকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে" এমনটা বলা উচিৎ।তবে 
"সচেতনতা বর্তমান প্রজন্মের ভবিষ্যতে টিকে থাকার মূলমন্ত্র" - এই উক্তির মধ্যে শিরকের গন্ধ খুঁজে পাওয়া যায়।

(৭)
"সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভবপর। একথাকে কোনো শিরক নেই।

(৮)
"বাস্তবতার কি নির্মম পরিহাস" কথাটি অশুদ্ধ বা ভূ্ল নয়।

(৯)
জ্বী, কথাটি ঠিকই আছে।তবে একেবারে শেষের কথাটিকে এভাবে লিখাই উচিৎ-
"অন্যথায় ভবিষ্যত প্রজন্মের টিকে থাকা প্রায় অসম্ভব" 

(১০)
মেয়ে সদস্য নেয়া যাবে।তবে তারা মাঠপর্যায়ে পুরুষদের সাথে কাজ করতে পারবে না।

(১১)
মেয়েদের সাথে নির্জনে একাকি কথা বলা কখনো জায়েয হবে না।বরং প্রতিষ্টানের পক্ষ্য থেকে চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদেরকে দিকনির্দেশনা দিতে হবে।বা একদল মেয়েকে আলাদা কক্ষে উপস্থিত রেখে পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বলতে হবে।

(১২)
জ্বী, যাবে। তবে সঠিকমত সরকারি অনুদানকে কাজে লাগাতে হবে।

(১৩)
জ্বী, সম্পর্ক রাখা যাবে।

(১৪)
জ্বী, করা যাবে বা নেওয়া যাবে।

(১৫)
জ্বী, করা যাবে।তবে নিজের ছবি দেওয়া যাবে না।বিশেষকরে সাবালক নারীরা বেপর্দা ভাবে তাদের ছবি দিতে পারবে না।

(১৬)
জাতিসংঘ,সার্ক বা এরকম কোনো সংস্থার থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে।

(১৭)
হারাম উপার্জনকারী কারো থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে না।

(১৮)
বর্তমান জাতীয় বা আন্তর্জাতিক কোনো খেলার সাথে জড়িত কারো থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...