বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ধর্মনিরপেক্ষতার অর্থ ব্যাখ্যাসাপেক্ষ্য। ধর্মনিরপেক্ষতা অর্থ যদি হয়, যেকোনো ধর্মের মানুষকে উক্ত সংগঠনে সংযোজন করা হবে, এবং কাজ বা সেবা করতে যেয়ে কোনো ধর্মের বিধিবিধানের ধারস্থ হওয়া যাবে না, তাহলে এমন ধর্মনিরপেক্ষ সংগঠন জায়েয হবে না। আর হ্যা যদি এই অর্থ হয় যে, ইসলামী মূল্যবোধের আলোকে সংগঠন চলবে, তবে সকল ধর্মের মানুষকে সেবা দেওয়া হবে, তাহলে এমন সংগঠন নাজায়েয হবে না।
(২)জ্বী,
"United Students Organization of Social-services" নাম রাখা যাবে।
(৩)
"ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষা করাই আমাদের মূল লক্ষ্য" এমন কথা শিরকের পর্যায়ভুক্ত হবে না।
(৪)
"ছাত্রঐক্য তৈরী করে সমাজ সেবা ও পরিবেশ সুরক্ষা করাই আমাদের মূল লক্ষ্য" এমন কথা শিরকের পর্যায়ভুক্ত হবে না।
(৫)
"সমাজের উন্নতির জন্য কাজ করা একজন মানুষের অন্যতম কর্তব্য" কথাটি ভূল বা অশুদ্ধ নয়।
(৬)
"সচেতনতাই পরবর্তী প্রজন্মের টিকে থাকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে" এমনটা বলা উচিৎ।তবে
"সচেতনতা বর্তমান প্রজন্মের ভবিষ্যতে টিকে থাকার মূলমন্ত্র" - এই উক্তির মধ্যে শিরকের গন্ধ খুঁজে পাওয়া যায়।
(৭)
"সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভবপর। একথাকে কোনো শিরক নেই।
(৮)
"বাস্তবতার কি নির্মম পরিহাস" কথাটি অশুদ্ধ বা ভূ্ল নয়।
(৯)
জ্বী, কথাটি ঠিকই আছে।তবে একেবারে শেষের কথাটিকে এভাবে লিখাই উচিৎ-
"অন্যথায় ভবিষ্যত প্রজন্মের টিকে থাকা প্রায় অসম্ভব"
(১০)
মেয়ে সদস্য নেয়া যাবে।তবে তারা মাঠপর্যায়ে পুরুষদের সাথে কাজ করতে পারবে না।
(১১)
মেয়েদের সাথে নির্জনে একাকি কথা বলা কখনো জায়েয হবে না।বরং প্রতিষ্টানের পক্ষ্য থেকে চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদেরকে দিকনির্দেশনা দিতে হবে।বা একদল মেয়েকে আলাদা কক্ষে উপস্থিত রেখে পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বলতে হবে।
(১২)
জ্বী, যাবে। তবে সঠিকমত সরকারি অনুদানকে কাজে লাগাতে হবে।
(১৩)
জ্বী, সম্পর্ক রাখা যাবে।
(১৪)
জ্বী, করা যাবে বা নেওয়া যাবে।
(১৫)
জ্বী, করা যাবে।তবে নিজের ছবি দেওয়া যাবে না।বিশেষকরে সাবালক নারীরা বেপর্দা ভাবে তাদের ছবি দিতে পারবে না।
(১৬)
জাতিসংঘ,সার্ক বা এরকম কোনো সংস্থার থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে।
(১৭)
হারাম উপার্জনকারী কারো থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে না।
(১৮)
বর্তমান জাতীয় বা আন্তর্জাতিক কোনো খেলার সাথে জড়িত কারো থেকে অনুদান চাওয়া বা গ্রহন করা যাবে না।