بسم الله الرحمن الرحيم
জবাব,
ফজরের সুন্নত কোন কারণে
পড়তে না পারলে তার কাযা আদায় করবে সুর্য উদিত হবার পর। আগে আদায় করা জায়েজ নয়।
কারণ নবীজি সা: থেকে
متواتر (নিরবচ্ছিন্ন সূত্র
পরম্পরায়) বর্নিত হাদিসে এসেছে যে, তিন সময়ে নামায পড়া জায়েজ নয়। তার মাঝে একটি
সময় হল-“ফজরের ফরয পড়ার পর থেকে সুর্য উদয় হবার আগ পর্যন্ত।”তাছাড়া নবীজি সা: থেকে
বিভিন্ন হাদিসে এসেছে যে, নবীজি বলেছেন যে, কারো ফজরের দুই রাকাআত সুন্নত ছুটে গেলে সে যেন তা সুর্য উদিত হবার পর আদায়
করে।
হযরত আবু সাঈদ খুদরী রা: বলেন-আমি নবীজি সা: কে বলতে শুনেছি
যে, ফজরের
নামাযের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কোন নামায নেই, এবং আসরের
পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোন নামায নেই।
(সহীহ বুখারী-১/৮২)
আমর বিন আবাসা আস সুলামী রা: বলেন-আমি বললাম-হে আল্লাহর নবী!
আপনি আমাকে নামায সম্পর্কে শিক্ষা দিন, রাসুলুল্লাহ সা: বললেন-ফজরের নামায আদায় করবে।
তারপর সূর্য পূর্বাকাশে উঁচু হওয়া পর্যন্ত নামায পড়া থেকে বিরত থাকবে। কেননা সূর্য
শয়তানের দুই শিংয়ের মধ্যখানে উদিত হয়, এবং সে সময় কাফেররা সূর্যকে
সিজদা করে। (সহীহ মুসলিম-১/২৭৬)
فى موطا مالك- وحدثني عن مالك أنه بلغه أن عبدالله بن
عمرفاتته ركعتاالفجرفقضاهمابعدأنطلعت
الشمس( موطا مالك النداءللصلاة،باب ماجاءفي ركعتي الفجر،رقم-422
অনুবাদ-হযরত ইমাম মালেক রহ: বলেন, আমি জেনেছি যে,
আবদুল্লাহ বিন ওমর রা: এর ফজরের দুই রাকাআত ছুটে গিয়েছিল। তিনি তা সূর্যোদয়ের
পর আদায় করেন। (মুয়াত্তা মালিক-৪৫)
وفى جامع الترمذى- عن أبي هريرة قال : قال رسول الله
صلى الله عليه وسلم من لم يصل ركعتي الفجرفليصلهمابعدماتطلع الشمس (جامع
الترمذى-أبواب الصلاةعن رسول الله صلى الله عليه وسلم، باب ماجاءفي
إعادتهمابعدطلوع الشمس،رقم-423)
অনুবাদ-হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে, নবীজি সা: বলেন-যে
ফজরের দুই রাকআত সুন্নত (সময়মতো) পড়ল না সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে। ( জামে
তিরমিজী-১/৯৬)
আয়েশা (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে আছে, রাসুল (সা.) জোহরের
ফরজের আগের চার রাকাত সুন্নাত এবং ফজরের দুই রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। (বুখারি,
হাদিস : ১১২৭; নাসায়ি, হাদিস
: ১৭৫৭)
সুতরাং নিয়ম হলো, কেউ আগে পড়তে না পারলে পরে পড়ে নিবে। কোনো কোনো
সময় জোহরের আগে চার রাকাত সুন্নত পড়ার মতো পর্যাপ্ত সময় থাকে না। এক্ষেত্রে সম্ভব
হলে ফরজ নামাজের আগে দুই রাকাত পড়ে নেবে। তবে জোহরের পূর্বের চার রাকাতই যেহেতু সুন্নতে
মুআক্কাদা, তাই কখনো জোহরের পূর্বে চার রাকাত সুন্নত পড়তে না
পারলে জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে পূর্বের চার রাকাত সুন্নত আদায় করে নেওয়া উচিত।
(তিরমিজি, হাদিস : ৪২৬; ইবনু মাজাহ,
হাদিস : ১১৫৮; আলমুহিতুল বুরহানি : ২/২৩২;
ফাতহুল কাদির : ১/৪১৫; আদ্দুররুল মুখতার : ২/১২-১৩
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
১.বিশুদ্ধ নিয়তে দ্বীন প্রচারের উদ্দেশ্যে ফেসবুকে তার পোস্ট
শেয়ার যাবে এবং এতে সওয়াব হবে বলে আশা করা যায়। তবে যদি উক্ত মেয়েটির দৃষ্টি আকর্ষণ
বা তার সাথে সখ্যতা তৈরীর উদ্দেশ্যে তার পোস্ট শেয়ার করা হয় তাহলে তা থেকে দূরে থাকায়
শ্রেয় কেননা এতে ফেতনার আশঙ্কা আছে।
২. কোন কারণ ফজরের সুন্নত
কোন পড়তে না পারলে তার কাযা আদায় করবে সুর্য উদিত হবার পর। আগে আদায় করা জায়েজ নয়।
৩. কোন কারণে যহরের পূর্বের চার রাকাত সুন্নাত পড়তে না পারলে
ফরজের পরে দুরাকাত সুন্নাত পড়ার পরে পূর্বের চার রাকাত কে আদায় করে নিবে। তবে আছরের
কোর সুন্নাত নামাজ আদায় করা জায়েয নেই। বরং আছরের পূর্বেই সম্ভব হলে চার রাকাত সু্ন্নাতে
গয়রে মুআক্কাদা পড়ে নিবে।