بسم الله الرحمن الرحيم
জবাব,
আমরা https://ifatwa.info/12454/?show=12454#q1245 নং ফতওয়াতে উল্লেখ
করেছি যে,
তালাক প্রদান করা সম্পূর্ণ স্বামীর অধীকার।হ্যা শরীয়ত কিছু কিছু
ক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অনুমোদন দিয়েছে।যেমন,স্বামী কর্তৃক স্ত্রীকে
তালাক প্রদানের অনুমতি প্রদান করলে,স্ত্রী নিজেকে তালাক দিতে
পারবে।তাছাড়া স্বামী খোরপোষ না দিলে,স্ত্রী কাযী সাহেবের নিকট
অভিযোগ দায়ের করতে পারবে।কিংবা স্বামী নিখোঁজ হলে বা ধ্বজভঙ্গ হলে কোর্ট বিবাহ ভঙ্গের
রায় দিতে পারবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/4506
যদি স্বামী তার স্ত্রীকে ইতিপূর্বে তালাক প্রদানের অনুমতি দিয়ে
থাকে।তাহলে স্ত্রী নিজে নিজের উপর তালাক প্রদান করতে পারবে।তালাক হওয়ার জন্য স্বামীকে
তালাক নামা পাঠানো শর্ত নয়।তবে দুজন স্বাক্ষীর সামনে অথবা কাযীর সামনে তালাক দিতে হবে।যাতে
করে পরবর্তীতে কেনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন/ভাই!
১.জ্বী না এতে কোন সমস্যা হবে না ।তবে এজাতীয় কথা জবানে উচ্চারণ
না করাই উত্তম।
২.স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার কোন অধিকার রাখে না। তবে স্বামী
যদি তাকে তালাক দেওয়ার অধিকার দেয় তাহলে সে নিজের উপর নিজে তালাক নিতে পারে কিন্তু
স্বামীকে তালাক দিতে পারে না।বিধায় আপনার উক্ত কথাগুলি অর্থহীন ও মূল্যহীন।
৩.স্বামী যদি স্ত্রীর এমন কথার প্রেক্ষিতে তালাকের নিয়তে বলে
যে, আমি তোমাকে
মুক্ত করে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, তুমি
স্বাধীন ইত্যাদী বলে বা সরাসরি তালাকের শব্দ বলে তালাক দ্য়ে তাহলে স্ত্রীর উপর তালাক
পতিত হবে। কেনায়া তালাক সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ifatwa.info/27081/?show=27081#q27081