আসসালামু আলাইকুম, এক বোন মিষ্টি ব্যবসায়ী ,,, উনার দুটো প্রশ্ন আছে।
১. উনি মিষ্টি বানাতে গিয়ে মাঝে মধ্যে সমস্ত দুধে হালকা ময়লা হাত পরিষ্কার বা ময়লা ঝুটা পানির ছিটা পড়েছে। এখন সেগুলো কি তার ফেলে দিতে হবে?
২.অতীতে সেই দুধ ফেলে দেয়নি,তার উপার্জন কি হালাল হয়েছে? এমতাবস্থায় সে কিভাবে তওবা করবে? যদি সে কাস্টোমারকে ক্ষতি পূরণ বা মূল্য ফেরত দিতে না পারে তবে সে কি করবে?