আসসালামু আলাইকুম।
কোন একটা ছেলে- মেয়ের শর্তযুক্ত তালাকের মাধ্যমে সহবাসের পূর্বেই এক তালাক বায়েন হয়ে যায় প্রায় এক বছর আগে।
অনেক মাস হয়ে যাওয়ায় মেয়েটার মনের ভিতর শয়তান কর্তৃক বিভিন্ন ওয়াসওয়াসা আসতে থাকে, তাই সে তার পূর্বের স্বামীকে একদিন জিজ্ঞেস করে সে তালাকের শর্তের সাথে
যতবার- ততবার,যখন-তখন এসব উল্লেখ করেছিলো কিনা ১০০% গ্যারান্টি দিয়ে বলতে।
"সেই ছেলে উত্তর দিয়েছিল,সে এভাবে কখনোও বলেছে বলে তার মনে পড়ে না।
তার স্মৃতিতে এমন কিছু সে কখনোও বলছে এমন ধরা পরতেছে না।সেদিন তাকে দেখে মনে হয়েছিল সে আত্মবিশ্বাসের সাথেই বলেছিল।"
★এর কিছুদিন পর,ঐ মেয়েটা, ছেলেটাকে পুনরায় ঐ একই প্রশ্ন আবার মোবাইল ফোনের মাধ্যমে করে,এবার ছেলেটা বিরক্তিতে অথবা রাগে অথবা স্বাভাবিক অবস্থায় বলে আমি ১০০ % গ্যারান্টি না দিলে কি হবে?আমি ১০০% গ্যারান্টি দিতে পারবো না।★
"ঐ দিনই কয়েক ঘন্টা পর মেয়েটা,ছেলেটাকে ফোন দিয়ে বলে,তুমি প্রথম দিন যা বলেছো,আমি তাই ধরে নিবো,তোমাকে আর কোনদিন এসব নিয়ে আর কোন প্রশ্ন করবো না।
ছেলেটা,মেয়েটার এই কথার প্রেক্ষিতে কোন প্রতিবাদ করে নাই, বরং ছেলেটা বলেছে আমাকে এসব আর কোনদিন জিজ্ঞেস না করলেই আমি খুশি। "
★★★ এখন মেয়েটা কি ধরে নিবে??? ছেলেটা যে এমন কথা বললো,এখন মেয়েটা কি ধরে নিবে????
মেয়েটার ও এমন কোন কথা ছেলেটা বলেছিলো বলে,মনে পড়ে না।
মেয়েটা এমন কিছুই মনে করতে পারে না,বেশি ভাবতে গেলে খালি ওয়াসওয়াসা আসে।মনে হয় বলেছিলো নাকি বলে নাই,এরপর গা ঘেমে যায়,মাথা গরম হয়ে যায়, অস্থির লাগে,কান্না আসে।
মেয়েটা যদি পূূর্বের ঘটে যাওয়া তালাক নিয়ে আর কখনোও কোন আলোচনা,কোনো জিজ্ঞাসা তার পূর্বের স্বামীর সাথে না করে এতে কি কোন সমস্যা হবে?
★★★তাদের পুনরায় বিয়ে হলে,সেই মেয়েটা সেই কাজটা নির্ভয়ে করতে পারবে কি?
কোন সমস্যা হবে কি?