আসসালামু আলাইকুম।
১)
এক তালাক বায়েন হয়ে গেছে এমন একটা মেয়ে, যেই ছেলের সাথে এক তালাক বায়েন হয়েছে, তার সাথে সরাসরি দেখা করে
যদি নিম্নরূপ কথাবার্তা ছেলে- মেয়ে দুইজনে বাস্তবে সরাসরি আলোচনা করে তাহলে কি পুনরায় বিয়ের পর কোন তালাক পতিত হবে।
মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করেছিলঃ
★পুনরায় বিয়ের পর★এই শব্দটা উল্লেখ করে
শর্তযুক্ত করে কখনো তালাক দিছো???
এবং
★★★
আমি যেই মেয়েকে বিয়ে করবো,সেই মেয়ে তালাক
অথবা
আমার নাম উল্লেখ করে এরূপ কথা কখনোও বলছো?
এবং ছেলেটা এর প্রেক্ষিতে উত্তর দিয়েছিলো।
তাদের এরূপ আলোচনায় পুনরায় বিয়ের পর কোন তালাক হবে কি?
ছেলেটা উত্তর দিয়েছিলো এসব বলে নাই, এমন করে নাই।
★★★কিন্তু আলাপ- আলোচনায় তো ছেলেটা এসব বাক্যগুলো উচ্চারণ করে ফেলেছে।★★★
২) মোবাইলে মেসেজ এর মাধ্যমেও ছেলেটাকে উপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল।
ছেলেটা মেসেজগুলো মুখে উচ্চারণ করে পড়েছে।
★★★অর্থাৎ,ঐ সব বাক্যগুলো মুখে উচ্চারণ হয়েছে।
অর্থাৎ যেই মেয়েকে বিয়ে করবো, সেই মেয়ে তালাক,এটা তে মুখে উচ্চারণ হয়ে গেছে।★★★
★★★অথবা ঐ মেয়েটার নাম উল্লেখ করে তো এই কথা উচ্চারণ হয়ে গেছে। এখন কি হবে????★★★
এতে পুনরায় বিয়ের পর কোন তালাক হবে কি ?