জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
ফাতাওয়ার কিতাবে আছেঃ
قولہ کدم وقیح اشارۃ الی ان ماء الصدید ناقض کماء الثدی والسرۃ والاذن اذا کان لمرض علی الصحیح ۔(حاشیۃ الطحاوی علی مراقی الفلاح ص ۴۸)
সারমর্মঃ
ফোড়া বা ক্ষতস্থানের রস,অযু ভঙ্গকারী।
যেমন স্তন,নাভী,কান থেকে যদি অসুস্থতার কারনে পানি বের হয়,সেটিও নাপাক।
★সুতরাং ব্যাথা ছাড়া কান থেকে যদি দুর্গন্ধযুক্ত পানি বের হয়,তাহলে তাহা ভিতরে ক্ষতস্থান থাকার আলামত।
বিধায় সেটি নাপাক।
ব্যাথা হয় কিন্তু পানিতে দুর্গন্ধ নাই,এমনটি সাধারণত হয়না।
হলে সেটিকেও সতর্কতামূলক নাপাক ধরে নিতে হবে।
কেননা ব্যথা অনেক সময়েই ভিতরে ক্ষতস্থান থাকার পরিচয় বহন করে।
(০২)
না,নাপাক নয়।
,
(০৩)
ভিতরে ব্যথা না থাকলে সেটি নাপাক নয়।
তবে আঙ্গুল ধুয়ে নেওয়াই উচিত।
,
(০৪)
স্বাভাবিক পানির ন্যায় গন্ধ না হওয়া।
বরং সে পানি নাপাক পঁচা গন্ধের ন্যায় হয়।
এমনিতেই কানে ময়লা খুচিয়ে যে গন্ধ বের হয়,সেই সময়ে তো পানি আসেনা।
তাই সেটি নাপাক নয়।
তবে এহেন গন্ধ যদি যদি কান থেকে বের হওয়া পানি থেকে আসে,তাহলে সেটি ধৌত করতে হবে।
,
(০৫)
প্রয়োজন, অপরাগতা কিংবা ঠেকায় পড়ার পরিস্থিতি ছাড়া সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়।
আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)
রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)
পূর্ণ পর্দা ফ্রি মিক্সিং পরিবেশে চাকুরী করার কারনে প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার মায়ের জন্য উক্ত চাকুরী নাজায়েজ।
তবে বেতন হালাল।
তাই সেটি খাওয়া,,,সবই জায়েজ।
আপনার মায়ের নামে বরাদ্দকৃত বাসায় থাকাও জায়েজ।
নারীদের চাকরীর শর্ত সমূহ বিস্তারিত জানুনঃ
,
(০৬)
তেলাপোকার শরীরে কোনো নাপাকি লেগে না থাকলে তেলাপোকা নাপাক হবেনা।
তেলাপোকা কোথাও দিয়ে হেটে গেলে সে জায়গা নাপাক হবেনা।
হ্যাঁ যদি সেই জায়গায় নাপাকির চিন্হ পাওয়া যায়,তাহলে উক্ত স্থান নাপাক বলে বিবেচিত হবে।
তেলাপোকা কোনো খাবারে মুখ দিলে তা নাপাক হয়ে যায়না।