উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো সরকার বা প্রতিষ্ঠানের নিয়মাবলি যদি শরীয়তের বহির্ভূত না হয়,তাহলে তা মানা ওয়াজিব।
না মানলে সে গুনাহগার হবে।
সুতরাং স্টুডেন্ট হোস্টেল গুলোতে কর্তৃপক্ষ যে অনেক গুলো নিয়ম করে থাকে,সেগুলো যদি শরীয়ত বিরোধী না হয়, তাহলে তা মানাও ওয়াজিব।
অতএব প্রশ্নে উল্লেখিত স্টুডেন্ট হোস্টেলে যে অনেক দ্রব্যাদি ব্যাবহারের অনুমতি দেওয়া হয়না,যেমন ওয়াইফাই রাউটার ব্যবহার,হিটার ব্যবহার এই ধরনের কিছু জিনিসপত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়না।
এই নিয়ম যেহেতু শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, তাই এই নিয়ম মানাও ওয়াজিব।
★উল্লেখ্য যে যদিও প্রত্যক্ষভাবে হল সুপাররা জানেন বা দেখেন যে এই সকল যন্ত্রাদি ছাত্ররা ব্যবহার করছে।অনেকক্ষেত্রে তারা মৌন সম্মতিও প্রদান করে থাকেন,তারপরও এগুলো ব্যবহার যতক্ষন পর্যন্ত কর্তৃপক্ষ স্পষ্ট আকারে অনুমতি না দিবে,ততক্ষন পর্যন্ত এগুলো ব্যবহার জায়েয হবেনা।
হলের যাবতীয় দ্রব্যাদি কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাত্রদের কাছে আমানত।
তাই এই আমানতের খিয়ানত করা যাবেনা।
আল্লাহ তায়ালা বলেনঃ
قال اللّٰہ تبارک وتعالیٰ: {اِنَّ اللّٰہَ یَأْمُرُکُمْ اَنْ تُؤَدُّوْا الْاَمَانَاتِ اِلٰی اَہْلِہَا} [النساء، جزء آیت: ۵۸]
আল্লাহ তায়ালা হুকুম করেছেন আমানতকে তার উপযুক্ত ব্যাক্তি,মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার।
অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেনঃ
قال اللّٰہ تعالیٰ: {اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الْخَآئِنِیْنَ} [الأنفال، جزء آیت: ۵۸]
নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমানতের খিয়ানত কারীদের পছন্দ করেননা।
হাদীস শরীফে এসেছেঃ
قال رسول الله صلى الله عليه وسلم إلا لا يحل مال امري إلا بطيب نفس منه
যার সারমর্ম হলো রাসুল সাঃ বলেন যে কতৃপক্ষের অনুমতি ব্যাতিত তাদের সম্পদ ব্যবহার করা জায়েজ হবেনা।
সুতরাং তাদের সন্তুষ্টচিত্তে হলে এটা জায়েজ,অন্যথায় এটা জায়েজ নয়।
আরেক হাদীসে এসেছেঃ
عن أبي جحیفۃ عن أبیہ رضي اللّٰہ عنہ قال: آخی النبي صلی اللّٰہ علیہ وسلم بین سلمان وأبي الدرداء، … فقال لہ سلمان: … فأعط کل ذي حق حقہ۔ (صحیح البخاري، کتاب الأدب / باب صنع الطعام والتکلف للضیف ۱؍۲۶۴ رقم: ۶۱۳۹ دار الفکر بیروت)
যার সারমর্ম হলো প্রত্যেককে তার হক পুরোপুরি ভাবে ফিরিয়ে দিতে হবে।
অন্যত্রে রাসুল সাঃ বলেনঃ
عن عبد اللّٰہ رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من غشنا فلیس منا والمکر والخداع في النار۔ (المعجم الکبیر للطبراني ۱۰؍۱۳۸ رقم: ۱۰۲۳۴)
যে ধোকা দেয়,সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।