আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আমার এক জনকে পছন্দ ছিল,কোনো হারাম রিলেশনশিপ নেই।উনার চরিত্র সুন্দর জন্য উনাকে ভালো লাগে।বাবা মা আমার বিয়ে দিবেন জন্য আমি উনার কথা বলেছিলাম, কিন্তু বাবা মা আমার কথা শুনেননি।উনারা অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছেন।বাবা মায়ের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নেই আর সেটা উচিত ও নয়।সেজন্য আমাকে বাধ্য হয়েই বিয়েতে মত দিতে হয়েছে। কিন্তু বিষয়টা আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না।ধীরে ধীরে মানসিক অবস্থা খারাপ হচ্ছে। কাওকে কিছু বলতেও পারছি না।মনে হচ্ছে অচেনা একজনকে আমি মেনে নিতে পারব না।নিজের কি কর্তব্য বা কি করণীয় এখন সেটা বুঝতে পারছি না
সব কিছু সুন্দরভাবে করার জন্য সবার প্রতি সুবিচার করার জন্য এখন আমার কি করণীয়?