আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
217 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (25 points)

আসসালামু আ'লাইকুম

১) আমি যদি জানি যে কেও সরকারকে ট্যাক্স না দিয়ে চুরাই পথে মালামাল আনে , এমন অবস্থায় কম দামে পেয়ে তার কাছ থেকে সেই মালামাল কিনা জায়েজ হবে ?

২) আহকামে জিন্দেগী বই,ifatwah.info সহ হানাফি ফিকহের অনেক কিতাব বা ওয়েবে অনেক জায়গায় লেখা থাকে -"_ কাজটি মাকরূহ " কিন্তু মাকরূহ তো ২ধরনের হয়।তাহরীমী আর তানযীহী। আমার প্রশ্ন - যখন শুধু মাকরূহ বলা হয় তখন কোন প্রকার মাকরূহ বুঝানো হয়?

আর বিরি-সিগেরেট,জরদা (হুজুররা যেটা খায়) , মিষ্টি জর্দা (লাল,হুলুদ,সুবজ কালারের হয়), স্থলজ-সামুদ্রিক কাঁকড়া - এগুলো কি একই প্রকার মাকরুহ ?

৩) আয়নাঘর বইয়ে দেখালাম- ট্যাক্স কে যিনার থেকেও বড় অপরাধ বলা হয়েছে কিন্তু এর আগে আপনাদের থেকে জেনেছিলাম ট্যাক্স না দিয়ে কিছু আনা জায়েজ হবে না । আর এই বিষয়ে কি ইখতেলাফ রয়েছে ?

আয়নাঘর বইয়ের লেখা - https://drive.google.com/file/d/1VLwBhGaO1gdpSXfwnwKokX1s4sHNhlMS/view?usp=sharing

৪) আমি যদি ৪ রাকাত নামাজের জামাতে ৩য় রাকাতে গিয়ে পাই এবং ইমামের সাথে শেষ বৈঠক করি তাহলে যখন ১ম, ২য় রাকাত পরব তখন মিস যাওয়া ১ম বৈঠাকে কি শুধু তাশাহুদ পড়ব নাকি শেষ বৈঠকের মতো দুরুদ,মাসুরাও পড়ব ? (আমি তাশাহুদ,দুরুদ,মাসুরা সবই পড়ি)

1 Answer

0 votes
by (579,240 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم  


(০১)
মুসলিম সরকার জনগনের উপকারার্থে যে আইন করে, তা শরয়ী দৃষ্টিকোণ থেকে নাজায়েজ  না হলে এবং তাহা শরীয়তের খেলাফ কিছু না হলে তা মানা সে দেশের নাগরিকের জন্য আবশ্যক।

আল্লাহ তা'আলা সরকার প্রধানের বৈধ বিধি-নিষেধের আনুগত্য সম্পর্কে বলেন-
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأمْرِ مِنْكُمْ}

হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা সরকার/বিচারক তাদের।
সূরা নিসা-৫৯

কর প্রদাণের মাধ্যমে সরকারের বিভিন্ন পদক্ষেপে সহায়তা করা নিম্নোক্ত আয়াতের ব্যাপকতায় শামিল রয়েছে।

 {وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الإثْمِ وَالْعُدْوَانِ}

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।
সূরা মায়েদা-০২

সেই হিসেবে পণ্য আমদানীর উপর সরকারী ট্যাক্স প্রদান করাই উচিত। তা ফাঁকি দেয়া বা ঘুষ দিয়ে আমদানী ঠিক নয়।

ট্যাক্স সংক্রান্ত বিস্তারিত জানুনঃ 
,
কিন্তু কেহ যদি ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য নিয়ে এসে দেশে এসে ব্যবসা করে, এ কারণে ব্যবসাকৃত টাকাকে হারাম বলা যাবে না।
যদিও আমদানী করার পদ্ধতিটা শরয়ী সাপোর্ট যোগ্য নয়। কিন্তু এ কারণে পণ্য বিক্রির টাকাকে হারাম বলা যাবে না।
এভাবে কর ও ট্যাক্স ফাকি দিয়ে পণ্য আমদানী করা থেকে বিরত থাকাই কর্তব্য। 

আরো জানুনঃ 
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত পাইকারদের থেকে পন্য ক্রয় করা আপনার জন্য নাজায়েজ নয়।
এতে যদি তারা ট্যাক্স ফাঁকি দেয়,তারপরেও  আপনার কোনো গুনাহ হবেনা।    
এই গুনাহ তার উপরেই বর্তাবে।
,
কুরআন শরীফে এসেছেঃ  

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ 

আল্লাহ তায়ালা  কাহারো গুনাহের বোঝা অন্যের উপর চাপিয়ে দিবেননা।
(সুরা ফাতির ১৮)

(০২)
যখন শুধুমাত্র মাকরুহ শব্দ কিতাবে উল্লেখ থাকে,তখন এদ্ধারা কি উদ্দেশ্য? মাকরুহে তাহরিমী না মাকরুহে তানযিহি?  এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।
বিশুদ্ধতম কথা হল, মাকরুহ দ্বারা মাকরুহে তাহরিমী-ই উদ্দেশ্য।

ফাতাওয়ায়ে শামীতে আছে
   
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) - (2 / 161):
"وأفاد في البحر صحة إطلاق الحرمة على المكروه تحريماً". 
সারমর্মঃ  
মাকরুহের উপর তাহরীমির ইতলাক ছহীহ।

আরো জানুনঃ 

বিড়ি সিখারেট খাওয়া মাকরুহে তাহরিমি। 
জর্দা খাওয়া মাকরুহ নয়।  
তবে কিছু ইসলামী স্কলারদের মতে জর্দা মাকরুহে তাহরিমি। 
,
(০৩)
উভয় ছুরতেই এটি তো নাজায়েজই বলা হয়েছে।
জায়েজ তো আর প্রমান হয়না।
এক্ষেত্রে কোনো মতবিরোধ নেই।
,
(০৪)
শুধু তাশাহুদ পড়বেন।
,
আপনার যেটি একেবারে শেষ বৈঠক, সেই বৈঠকে সব গুলো পড়বেন।        


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 678 views
...