ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
নাজাসতে গালিজার বিধান হল,এক দিরহার তথা আমাদের দেশে কাচা পাঁচ টাকার সিক্কার পরিমাণ হলো ক্ষমাযোগ্য। এর বেশী হলে ধৌত করা ব্যতীত নামায হবে না।তবে এক দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ হলে যে ধৌত করা ব্যতীত রেখে দেয়া হবে,বিষয়টা আসলে এমন নয়,বরং যতসামান্য হলেও সেই নাজাসতকে ধৌত করতে হবে।কোনো কারণে ধৌত করা সম্ভব না হলে,নাজাসতে গালিজার বেলায়,এক দিরহাম পরিমাণ ধৌত না করলেও নামায হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/118
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জায়নামাযের নীচে যদি নাজাসত থাকে, এবং তা শুকনো থাকে, জায়নামাজের সাথে লেপ্টে না থাকে, তাহলে জায়নামাজ নাপাক হবে না। তবে যদি জায়নামাজে উক্ত নামায লেগে যায়, এবং তা এক দিরহাম থেকে বেশী হয়, তাহলে নামায হবে না।
(২)
কোনো পোষাকে এক দিরহাম পরিমাণ বা তার চেয়ে বেশী পরিমাণের নাজাসত লাগলে সেই, পোষাক নিয়ে নামায পড়া যাবে না।নতুবা নামায পড়া যাবে।
(৩)
জ্বী, এমনভাবে পড়তে হবে, যাতে অর্থ বিগড়ে না যায়, অর্থ বিগড়ে গেলে নামায হবে না।