আমার তীব্র ওয়াসওয়াসা, টয়লেটে গেলে বেশি হয়৷ দেখা যায়, শুধু প্রসাব করতে গেলেই ১০-১২ বদনা পানি নষ্ট করি৷ প্রচুর পানি নষ্ট করে ফেলি, এজন্য নিরুপায় হয়ে পানি কম খাওয়া আর টয়লেট দিনে ৩-৪ বারের বেশি যায় না৷
১৷ আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করে, প্যানের উপর পানি দিয়ে টিস্যুসহ যা থাকে দূর করি৷ এরপরে পানি দিয়ে আমার গোপনাংগ যত সাবধানে সম্ভব ধুয়ে দি৷ এখানে সমস্যা হল, যত সাবধানেই করি না কেন, একফোটা বা তার কম পানি ছিটে এসে পশ্চাৎপদে লাগে৷ এটা এক দিরহাম থেকে কম হবে নিশ্চিত৷ এখন এটা কি নাপাক কিনা জানিনা৷ কারণ অনেকে টিস্যু ব্যবহার করে আর গোপনাংগ পরিস্কার ও করেনা৷ আমি অধিক পবিত্রতার জন্য সেটা ধুতে যেয়ে তার পানি ছিটে এসে শরীরে সামান্য লাগে, তবে তা কি অপবিত্রতা ধরবো৷ দেখা যায়, এই একফোটা পরিমাণ পরিস্কার করতে গেলেই ৪-৫ বদনা পানি নষ্ট হয়৷ শর্তঅনুযায়ী, যদি সম্ভব হয়, এক দিরহাম থেকে কম নাপাকও দূর করবার কথা ছিল৷ কিন্তু আমার মত তীব্র শুচিবায়ু মানুষের জন্য এটা দূর করতে অনেক পানি নষ্ট হয়৷ পানি খরচের জন্য পরিবারের চোখে ছোট হয়ে যায়। তাই এটা কি এড়িয়ে যাবো?
২৷ এরপরে হাত ধুতে গেলেও দেখা যায় ২ বদনা পরিমাণ পানি ব্যবহার করে ফেলি৷ মনে হয়, তাও পরিস্কার হল না৷ এরপরে ধুতে যেয়ে নিচের ভেজা ফ্লোর থেকে যদি এক ফোটার মত পানি ছিটে লাগে, তবে তা দূর করতে গেলেও অনেক পানি নষ্ট করে ফেলি, কম করে হলেও ৬-৭ বদনা৷ আবার টয়লেট করে সাবান দিয়ে হাত ধোবার সময় পানি ছিটা আসে, পরিস্কার করা কষ্টকর৷ কারণ পায়ের এত লোমের মধ্যে কোথায় এক ফোটা পানি লেগেছে তা তো বোঝা যায় না৷ আসলে এ ভেজা ফ্লোরে যেহেতু স্যান্ডেল পরে প্যানের উপর বসা হয়, আবার নিচে আসা হয়৷ আবার ফর‍য গোসল করি, তাই সন্দেহ হয়, স্যান্ডেলের তলায় পানি নাপাক হয়ে অন্য পানি নাপাক হয় কিনা৷ এটা দূর করতে গেলে অন্য পায়েও পানি ছিটে যায়, অনেক পানি খরচ যায়৷ এক্ষেত্রেও এক দিরহামের কম নাপাক বা সন্দেহজাত নাপাক দূর করা আমার জন্য কষ্টকর ও পানি অপচয়ের কারণ৷ দয়া করে জানাবেন, এক দুই ফোটা পানি ছিটে লাগলেও (যা সিওর নাপাক কিনা অনিশ্চিত) ধোয়া কি জরুরি?
৩৷ আমাদের টয়লেটের ফ্লোর ভেজা থাকে, আর আগেই বললাম স্যান্ডেল পরে টয়লেটে বসা হয়৷ সেই স্যান্ডেল রাখা ফ্লোরে খালি পা রাখলে কি পা ধোবার দরকার নেই? মানে পায়ে তো নাপাক লাগবার কথা৷ দেখা যায়, আব্বু আম্মু খালি পায়ে ফ্লোরে পা দিলেও আর পা না ধুয়ে বের হয়ে আসে৷ এটা কি ঠিক আছে?
তারা আলাদা পা ধোয় না, স্যান্ডেলে পা রাখে৷ তাই আমি সন্দেহ দূর করতে কয়েকবার পা ধুয়ে নি৷ আমারো পা ধোবার প্রয়োজন নেই?
৪৷ উপরের প্রশ্নগুলো থেকে জানাবেন, এটা কি সব আমার শুচিবায়ুজনিত অতিরিক্ত চিন্তাভাবনা? টয়লেটে যে কোন জায়গা থেকেই এক ফোটার মত পানি ছিটে লাগলে কি আর ধোব না? এটা নিয়ে খুব দুঃশ্চিন্তা হয়৷ অনেক পানি নষ্ট করে ফেলি বলে টয়লেট যাঈয়ায় কমায় দিছি৷ দয়া করে জানাবেন