আসসালামু আলাইকুম শায়েখ, আমি মসজিদে সালাত আদায় করতে যায়, এবং বাসা থেকে ওযু করে যায়, এবং মসজিদের বাহিরে জুতা রাখি। নামাজ শেষ করে দেখি আমার জুতার উপর অন্য কেও জুতা তুলে ময়লা করে দিছে যেটি ধুলার ন্যায়। এ জন্য আমি জুতা তিনবার ধুতাম, এইভেবে যে আবার যখন ওযু করে জুতা পরব তখন ভেজা পা জুতায় পরলে আমার পা নাপাক হয়ে যাবে। এখন এটা করতে খুবি বিরক্ত লাগে কারন বারবার জুতা তিনবার করে ধুয়া কষ্টকর।
এখন আমার প্রশ্ন হচ্ছে অন্যের জুতার ধুলা আমার জুতায় লাগলে কি আমার জুতা নাপাক হয়ে যাবে?
এবং জুতা না ধুয়ে পরা যাবে কি ওই অবস্থায়?