بسم الله الرحمن الرحيم
জবাব,
(وَلَوْ مَاتَ وَعَلَيْهِ صَلَوَاتٌ فَائِتَةٌ وَأَوْصَى
بِالْكَفَّارَةِ يُعْطَى لِكُلِّ صَلَاةٍ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ) كَالْفِطْرَةِ
(وَكَذَا حُكْمُ الْوِتْرِ) وَالصَّوْمِ، وَإِنَّمَا يُعْطِي (مِنْ ثُلُثِ
مَالِهِ) (الدر المختار-2/72)
যদি
মৃত ব্যক্তি তার সম্পদ থেকে তার নামাযের কাফফারা আদায়ের জন্য অসিয়ত করে যায়, আর তার নিজের মালও ছিল। তাহলে তার এক তৃতীয়াংশ
সম্পদ থেকে কাফফারা আদায় করতে হবে।
আর
যদি তার কোন সম্পদ না থাকে, বা সে মাল রেখে গেছে কিন্তু
কোন কাফফারা আদায়ের অসিয়ত করে যায়নি। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কাফফারা আদায় করা
আত্মীয়দের উপর জরুরী নয়। তবে স্বজনদের কাফফারা আদায় করে দেয়াই উত্তম। এর দ্বারা মৃত
ব্যক্তি শান্তি পায়।
কাফফারার
পরিমাণ হল, প্রতিদিন বিতরসহ ছয় ওয়াক্ত
নামায হিসেব করে প্রত্যেক ওয়াক্তের জন্য পৌনে দুই সের গম বা আটা অথবা এর বাজার মূল্য
গরীব মিসকিনকে মালিক বানিয়ে দিতে হবে। অথবা প্রতি ওয়াক্তের বদলে একজন গরীবকে দুই বেলা
তৃপ্তি সহকারে খানা খাওয়াতে হবে। {ফতাওয়া
শামী-২/৭২}
*জ্বী ,যার নেসাব পরিমাণ সম্পদ নেই তার জন্য বৃত্তির
আবেদন করা জায়েয আছে।