আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ
কাল রাতে admitcard চেক করতে গিয়ে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কান খুলে পরীক্ষার সময়টুকু পরীক্ষা দিতে হবে।
এটা সম্ভবত কেউ যাতে চোরাই পন্থা(যেমন কানে ব্লুটুথ ডিভাইস দিয়ে) অবলম্বন না করে এ জন্যই করা।
আমি যদি পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগ থেকে পরীক্ষার ১.৫ ঘন্টা কান বের করে,,,,নিকাব খুলে পরীক্ষা দেই তাহলে কি গুনাহ হবে??
উল্লেখ্য,,,, আমি জীলবাব পড়ে যাবো ইন শা আল্লহ।কেবল হয়ত,,,মুখ এবং কান খুলতে হতে পারে।
এবং,, কান খোলা ছেলে মেয়ে উভয়কেই রাখতে হবে।