বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
অনলাইন ভিত্তিক গ্রহণযোগ্য আরবী ডিকশনারি "আল-মা'আনি" তে বর্ণিত রয়েছে যে, জাহওয়াহ শব্দের অর্থ হল, ঝোপঝাড়,টিলা ইত্যাদি।
جَهْوَةُ [عامة][اسم] جهاڑي
(২) এটা আরবী ভাষার নিয়ম ও ব্যাকরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।এর বিশেষ কোনো অর্থ নাই।
(৩)এটা আরবী ভাষার ব্যাকরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।এর কিশেষ কোনো অর্থ নাই।
(৪) জ্বী,মুমতাহিনা নাম সুন্দর ও উত্তম।
বিঃদ্রঃ
এই প্রশ্নটি ইতিপূর্বেও করা হয়েছে।এভাবে যদি একটি প্রশ্নকে বারংবার করা হয়ে থাকে, তাহলে আমরা কতটি প্রশ্নের উত্তর দেবো!!!
সুতরাং বিনিত অনুরোধ বারংবার প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। কোনো প্রশ্নের উত্তর বোঝা না গেলে,কমেন্টে উল্লেখ করবেন কিংবা আমাদেরকে কলও দিতে পারেন।