আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
324 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
আমরা তো দেখি কোনো মুরগি অসুস্থ হলে সেটা জবাই করে ফেলা হত যাতে রোগ না ছড়ায় সেজন্য।

আমার পাখিগুলা অসুস্থ৷ এই পাখির থেকে অন্য পাখির ও অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এখন কি করব? মেরে ফেললে কি গুনাহ হবে/

1 Answer

0 votes
by (697,400 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম
জবাবঃ-

সাইদ ইবনে জুবাইর (রাহ) থেকে বর্ণিত,তিনি বলেন,
 عن سعيد بن جبير، قال: مر ابن عمر بفتيان من قريش قد نصبوا طيرا، وهم يرمونه، وقد جعلوا لصاحب الطير كل خاطئة من نبلهم، فلما رأوا ابن عمر تفرقوا، فقال ابن عمر: «من فعل هذا لعن الله، من فعل هذا؟ إن رسول الله صلى الله عليه وسلم لعن من اتخذ شيئا فيه الروح غرضا»
একবার হজরত ইবনে ওমর (রা.)কোরাইশ গোত্রের একদল বাচ্চাকে দেখতে পেলেন যে তারা পাখিকে লক্ষ্য করে তীর নিক্ষেপণ করছে।এবং প্রত্যেক লক্ষ্যভ্রষ্ট তীরকে পাখির মালিকের জন্য নির্ধারণ করা হচ্ছে। যখন তারা ইবনে ওমর (রা.) কে দেখল তখন তারা সরে যেতে লাগল।ইবনে আব্বাস রাযি তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, 
‘রাসুলুল্লাহ (সা.) ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে কোনো প্রাণবিশিষ্ট বস্তুকে লক্ষ্যবস্তু বানায়। (সহীহ মুসলিম, হাদিস নং : ১৯৫৮)

ا
শিকার দুই প্রকার,যথাঃ-
(ক)
শিকারকৃত প্রাণী দ্বারা উপহার গ্রহণের নিয়তে শিকার করা।চায় ফায়দা গ্রহণ খাবারের মাধ্যমে হোক বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হোক বা সদকাহর নিয়তে হোক। এসবগুলোই বৈধ শিকারের কারণ হতে পারবে।
(খ)
অযথা শিকার করা।খেল তামাশার বা অন্য বেহুদা কাজের স্বার্থে শিকার করা।এটা মাকরুহ।কেউ কেউ হারাম বলে থাকেন।

হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি থেকে বর্ণিত,
عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال : ( مَنْ قَتَلَ عُصْفُورًا بِغَيْرِ حَقِّهِ ، سَأَلَهُ اللَّهُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ ) .قِيلَ : وَمَا حَقُّهُ ؟ قَالَ : ( أَنْ تَذْبَحَهَا فَتَأْكُلَهَا ، وَلَا تَقْطَعْ رَأْسَهَا فَيُرْمَى بِهَا ) ، 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,যে ব্যক্তি বিনা প্রয়োজনে একটি চুড়ই পাখি শিকার করবে,কিয়ামতের দিন আল্লাহ সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো,প্রাণির হক কি হতে পারে?রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,প্রাণীকে জবাই করার পর তাকে ভক্ষণ করা হবে।এবং তার মাথা কেটে তাকে নিক্ষেপ না যাবে না।(সুনানু নাসাঈ-৪৪৪৫)

ইবনে হাজার আসকালানী রাহ লিখেন,
" فَلَوْ لَمْ يَقْصِدِ الِانْتِفَاعَ بِهِ حَرُمَ ؛ لِأَنَّهُ مِنَ الْفَسَادِ فِي الْأَرْضِ ، بِإِتْلَافِ نَفْسٍ عَبَثًا "
যদি যবেহ করার পর ভক্ষণ না করা হয়,তবে হারাম হয়ে যাবে।কেননা তখন এটা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।এবং বেহুদা হত্যা হবে।(ফাতহুল  বারী-৯/৬০২)


ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
" وَفِي مَجْمَعِ الْفَتَاوَى : وَيُكْرَهُ لِلتَّلَهِّي 
খেল তামাশার জন্য যবেহ করা মাকরুহ(রদ্দুল মুহতার-৫/২৯৭)

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
 ফুকাহায়ে কিরামগণের মধ্যে একটি প্রসিদ্ধ মূলনীতি হল 
(১) ﺍﻟﻀﺮﻭﺭﺍﺕ ﺗﺒﻴﺢ ﺍﻟﻤﺤﻈﻮﺭﺍﺕ
(প্রয়োজন অনেক নিষিদ্ধ জিনিষকে বৈধ করে দেয়)
এটা একাটা নীতিসিদ্ধ মৌলিক ফিকহী ক্বায়দা বা ধারা যা কোরআন এবং হাদিসের থেকে চয়ন করা হয়েছে।(আল আসবাহ ওয়ান নাযাইর-ইবনে নুজাইম ১/২৭৫)


যেহেতু ভাইরাস জনিত রোগের সংক্রমণকে ইসলাম অস্বীকার করে না।বরং আল্লাহর হুকুমে সংক্রামক হতে পারে,তাই এই প্রয়োজনে আপনি উক্ত প্রাণীকে হত্যা করে ফেলে দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...