আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
101 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামুআলাইকুম

আমার এক জন পরিচিত মানুষের প্রশ্ন  তার কথাটাই তুলে ধরলাম,,,


আমি যখন দ্বীনের পথে ছিলাম না তখন আমি একটা হারাম সম্পর্কে ছিলাম তখন আমাদের মধ্যে অনেক কিছুই হয়ে গেছে আমাদের দ্বীনের বুঝ আসার পর আমরা বুঝতে পারি আমরা অনেক গুনাহ করে ফেলেছি আমারা তখন কি করবো গুনাহ থেকে বাঁচার জন্য বুঝে উঠতে পারছিলাম না অনেক অনুশোচনা কাজ করছিল তখন আমরা শুধু গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে নেই ইসলামের শরীয়ত মতে হানাফী ইমামের মত তা গ্রহণ করে,,,, আমরা আর কোন পথ খুঁজে পাচ্ছিলাম না আমরা বুঝতে পারছি এটা ঠিক করিনি কিন্তু আমাদের মধ্যে কিছু হয়ে যাওয়ায় আমরা একজন একজনকে ছেড়ে দিতে পারছিলাম না চিন্তা করছিলাম আমরা যদি অন্য একজনকে বিবাহ করে তাহলে তো তাকে ঠকানো হবে এই ভয়ে আমারা বিয়ে করে নেই কিন্তু এখন সমস্যা হলো ছেলের পরিবারের মা বাবা ছেলে পছন্দের কেউ কে একসেপ্ট করবে না আর এখন আমার বয়স 24 আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাই এখন আমি খুবই হতাশায় ভুগছি না পারছি তাকে ছেড়ে দিতে না পারছি তার পরিবারকে রাজি করাতে,,, ছেলের পরিবারকে এখনো কিছুই বলা হয়নি কিন্তু ছেলের পরিবার নিজ থেকে বলে দিয়েছে তারা ছেলের পছন্দের কোন মেয়েকে একসেপ্ট করবে না,,, ছেলের ফ্যামিলিগত কিছু প্রবলেম রয়েছে যেগুলো হয়তো আমার পরিবার জানলে রাজি নাও হতে পারে কিন্তু এটা মেজর প্রবলেম না সবথেকে বড় সমস্যা ছেলের মা রাজি হবে না এই অবস্থায় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না,,,, আমি যতোটুকু বুঝতে পারছি ছেলের ফ্যামিলি কখনো তার ছেলের পছন্দের কেউ কে একসেপ্ট করবে না আমি এ অবস্থায় টেনশন করতে করতে মোটামুটি অনেকটাই অসুস্থ হয়ে গেছি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাই এবং চেয়ে যাচ্ছি কিন্তু আমি এখন অনেক বেশি কষ্টে আছি এই অবস্থায় আমার কি করা উচিত এটা নিয়ে এখন আমি একজন হুজুরের সন্ধান পেয়েছি যিনি একজন মাদ্রাসার শিক্ষক উনি কোন কুফরি কাজ করে না তার সাথে কথা বলেছিলাম ছেলের মাকে রাজি করানোর জন্য কিছু করা যাবে নাকি কি তিনি বলেছে করা যাবে,,, আমি যদি এখন আমারে কঠিন সময়টাতে শুধুমাত্র ছেলের মাক রাজি করানোর জন্য হুজুরের দ্বারা এই কাজ টা করাই তাহলে কি আমি গুনাগার হবো আমি খুব কঠিন সময় পার করছি আমাকে একটি ভালো সিদ্ধান্ত দিয়ে উপকার করবেন,,, আমি ছেলের ফ্যামিলির কোন ক্ষতি চাই না শুধু তার মাকে রাজি করানোর জন্য কাজ করতে চাই আর কিছুই নয়,,, আমি জানতে চাই এটা করানো কি জায়েজ হবে আমি কারো ক্ষতি উদ্দেশ্যে কিছু করতে চাচ্ছি না আমার নিয়ত তো পরিষ্কার  সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো একটি পরামর্শ দিন

1 Answer

0 votes
by (590,820 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
আল্লাহর হুকুম ব্যতিত কোনো কিছুই হয় না। সুতরাং আপনি তাহাজ্জুদ এবং সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহকে ডাকুন।আল্লাহর কাছে দু'আ করুন।

https://www.ifatwa.info/1453 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
যখন কেনো মানুষের গুরুত্বপূর্ণ প্রয়োজন দেখা দিবে,তখন তার জন্য সালাতুল হাজত পড়া মুস্তাহাব।
হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,যে ব্যক্তির আল্লাহর নিকট কোনো কিছুর প্রয়োজন হবে, বা কোনো মানুষ সম্পর্কিত কোনো প্রয়োজন দেখা দিবে,সে যেন উত্তম রূপে অজু করে,অতঃপর দু' রাকাত নামায পড়ে।নামাযের পর আল্লাহ তা'আলার হামদ ও ছানা এবং নবী সাঃ এর উপর দুরুদ পাঠ পূর্বক নিম্নোক্ত দু'আকে যেন সে পড়ে নেয়।
 لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الحَلِيمُ الكَرِيمُ، سُبْحَانَ اللهِ رَبِّ العَرْشِ العَظِيمِ، الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَالغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ، لاَ تَدَعْ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ، وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ، وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.
(সুনানু তিরমিযি-৪৭৯)

তাছাড়া ঈমান আকিদা বিশুদ্ধ রেখে আপনি তাবিজ ও শরঈ রুকইয়াহ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...