আসসালামুআলাইকুম
আমার এক জন পরিচিত মানুষের প্রশ্ন তার কথাটাই তুলে ধরলাম,,,
আমি যখন দ্বীনের পথে ছিলাম না তখন আমি একটা হারাম সম্পর্কে ছিলাম তখন আমাদের মধ্যে অনেক কিছুই হয়ে গেছে আমাদের দ্বীনের বুঝ আসার পর আমরা বুঝতে পারি আমরা অনেক গুনাহ করে ফেলেছি আমারা তখন কি করবো গুনাহ থেকে বাঁচার জন্য বুঝে উঠতে পারছিলাম না অনেক অনুশোচনা কাজ করছিল তখন আমরা শুধু গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে নেই ইসলামের শরীয়ত মতে হানাফী ইমামের মত তা গ্রহণ করে,,,, আমরা আর কোন পথ খুঁজে পাচ্ছিলাম না আমরা বুঝতে পারছি এটা ঠিক করিনি কিন্তু আমাদের মধ্যে কিছু হয়ে যাওয়ায় আমরা একজন একজনকে ছেড়ে দিতে পারছিলাম না চিন্তা করছিলাম আমরা যদি অন্য একজনকে বিবাহ করে তাহলে তো তাকে ঠকানো হবে এই ভয়ে আমারা বিয়ে করে নেই কিন্তু এখন সমস্যা হলো ছেলের পরিবারের মা বাবা ছেলে পছন্দের কেউ কে একসেপ্ট করবে না আর এখন আমার বয়স 24 আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাই এখন আমি খুবই হতাশায় ভুগছি না পারছি তাকে ছেড়ে দিতে না পারছি তার পরিবারকে রাজি করাতে,,, ছেলের পরিবারকে এখনো কিছুই বলা হয়নি কিন্তু ছেলের পরিবার নিজ থেকে বলে দিয়েছে তারা ছেলের পছন্দের কোন মেয়েকে একসেপ্ট করবে না,,, ছেলের ফ্যামিলিগত কিছু প্রবলেম রয়েছে যেগুলো হয়তো আমার পরিবার জানলে রাজি নাও হতে পারে কিন্তু এটা মেজর প্রবলেম না সবথেকে বড় সমস্যা ছেলের মা রাজি হবে না এই অবস্থায় আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না,,,, আমি যতোটুকু বুঝতে পারছি ছেলের ফ্যামিলি কখনো তার ছেলের পছন্দের কেউ কে একসেপ্ট করবে না আমি এ অবস্থায় টেনশন করতে করতে মোটামুটি অনেকটাই অসুস্থ হয়ে গেছি আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাই এবং চেয়ে যাচ্ছি কিন্তু আমি এখন অনেক বেশি কষ্টে আছি এই অবস্থায় আমার কি করা উচিত এটা নিয়ে এখন আমি একজন হুজুরের সন্ধান পেয়েছি যিনি একজন মাদ্রাসার শিক্ষক উনি কোন কুফরি কাজ করে না তার সাথে কথা বলেছিলাম ছেলের মাকে রাজি করানোর জন্য কিছু করা যাবে নাকি কি তিনি বলেছে করা যাবে,,, আমি যদি এখন আমারে কঠিন সময়টাতে শুধুমাত্র ছেলের মাক রাজি করানোর জন্য হুজুরের দ্বারা এই কাজ টা করাই তাহলে কি আমি গুনাগার হবো আমি খুব কঠিন সময় পার করছি আমাকে একটি ভালো সিদ্ধান্ত দিয়ে উপকার করবেন,,, আমি ছেলের ফ্যামিলির কোন ক্ষতি চাই না শুধু তার মাকে রাজি করানোর জন্য কাজ করতে চাই আর কিছুই নয়,,, আমি জানতে চাই এটা করানো কি জায়েজ হবে আমি কারো ক্ষতি উদ্দেশ্যে কিছু করতে চাচ্ছি না আমার নিয়ত তো পরিষ্কার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো একটি পরামর্শ দিন