আসসালামু আলাইকুম।
আমাদের সহবাস এবং খালওয়াতে সহীহার আগেই এক তালাক বায়েন পতিত হয়ে গিয়েছিল,এ বিষয়ে ফতোয়া নেওয়া হয়েছে।
প্রথমে আমার স্বামী আমাদের তালাক হয়ে যাওয়ার ব্যাপারটা বিশ্বাস করে নাই, সে মনে করতো আমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক অক্ষুন্নই আছে। তাই আমি তাকে নানা ভাবে বুঝতাম।
আমি তাকে বুঝাইতে গেলে সে অনেক মেজাজ গরম করতো এবং সম্ভবত সে একবার এমন বলেছিলঃ "পুনরায় বিয়ের আগে তুমি যদি তালাক নিয়ে আমার সাথে আর আলোচনা করো,তালাক নিয়ে আমাকে আর খোঁচা দাও,তালাক নিয়ে আর কোন কথা বলো, তাহলে তালাক অথবা বলেছিল তালাক হয়ে যাবে ।"
★মুহতারাম, এমন কথা যখন সে বলেছিল,এর অনেক মাস আগেই কিন্তু আমারা এক তালাক বায়েন প্রাপ্ত। ★
আমি এমন শর্ত দেওয়ার পর, তার সাথে অনেক তালাক নিয়ে আলোচনা করেছি এবং বর্তমানে তাকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমাদের মাঝে আর বৈবাহিক সম্পর্ক নাই,আমাদের আবার পুনরায় বিয়ে করতে হবে।
★★★
আমার প্রশ্ন হলোঃ
এক তালাক বায়েন হয়ে যাওয়ার পর সে যে আমাকে এমন শর্ত দিয়েছিল তার কারনে পুনরায় বিয়ের পর আমাদের আর তালাক হবে কি না,যেহেতু পুনরায় বিয়ের আগে আমি তালাক নিয়ে অনেকবার আলোচনা করেছি???
★★★নোটঃ ও যখন ঐ কথা বলেছিল,তখন কিন্তু সে মনে করতো,আমি এখন ও তার স্ত্রী।
★★এবং সে কিন্তু বলে নাই তোমাকে পুনরায় বিয়ে করার পর তালাক । ★★
★ সে কিন্তু, পুনরায় বিয়ে করার পর তুমি তালাক,এমন শর্ত দিয়ে কখনোও কিছু বলে নাই। ★
সে বলেছিলঃ
"পুনরায় বিয়ের আগে তুমি যদি তালাক নিয়ে আমার সাথে আর আলোচনা করো,তালাক নিয়ে আমাকে আর খোঁচা দাও,তালাক নিয়ে আর কোন কথা বলো,তাহলে তালাক অথবা বলেছিল তালাক হয়ে যাবে ।"
এখানে , পুনরায় বিয়ের পর তালাক হবে,এমন কোন উদ্দেশ্য ছিল না। এবং এমন কিছু বলা ও হয় নাই।