যেমন ধরুন কোন ব্যক্তি নিজেকে হানাফী মাযহাবের অনুসারী দাবি করে, আবার যোহর-আসরের সলাতে কিরাত পাঠ করে, আমিন জোরে বলে, রফে ইয়াদান করে, নামায শেষে মোনাজাত করে না, নাভী বড়াবড় হাত বাধে, পা প্রশস্ত করে সালাতে দাঁড়ায়, তাইহিয়াতুল মসজিদ না পড়ে বসে না৷ কিন্তু বিতরের নামায তিন রাকাত আদায় করে শেষ রকাতে রফে ইয়াদান করে দূয়া কুনুত পড়ে। আবার বিভিন্ন মাসায়েলের জন্য এলাকার কওমী ধারার ইমানদের কাছে আসা যাওয়া করে পাশাপাশি সালাফি আলেমদেরও ভিডিও লেকচার শুনে সে অনুযায়ীও আমল করতে চেস্টা কর।।
এই ধরণের লোককে কি হানাফি মাযহাবের অনুসারী বলা যাবে?