আসসালামু আলাইকুম
১.দ্বীনের বুঝ আসার আগে থেকেই একটি স্বপ্ন প্রায় দেখি। কয়েক বছর হয়ে যাচ্ছে, স্বপ্নটা এমন যে আমি কোনো ছাদে বা উচু বিল্ডিং এ উঠি কিন্তু কখনোই নামতে পারি না।অথচ আমাকে নামতে হবে, একটা উৎকন্ঠা কাজ করে। এতোবার দেখেছি যে জায়গাগুলো এখন চোখের সামনে ভাসে। কিন্তু বাস্তব এরকম কোনো জায়গায় যায় নি। স্বপ্ন শেষ হয় প্রচন্ড আতংক নিয়ে।
২. মাঝে মাঝে টয়লেট এর ভিতরে আটকা পড়ে আছি আর বের হতে পারছি না এমন স্বপ্ন দেখি,খুব নোংরা চারদিক। অস্বস্তি লাগে স্বপ্নের ভিতরেই।
৩. আমি মারা গেছি, আমাকে খাটিয়ায় নিয়ে যাওয়া হবে। আমাকে এখন প্রশ্ন করা হবে অথচ আমি তো আরবি পড়তে জানি না! কি ভাল কাজ কি খারাপ কাজ করেছি সব মনে হচ্ছিল এক এর পর এক। এই স্বপ্ন দেখার পর থেকে দ্বীন নিয়ে চিন্তার খোরাক শুরু হয়। তারপর থেকে নিজেকে বদলানোর চেষ্টা করে যাচ্ছি।
৪. একবার এমন একটা স্বপ্ন দেখলাম মামা মামীকে নিয়ে। একটা পজিটিভ ইংগিত বুঝেছিলাম। এর কিছুদিন পর জানতে পারি মামী অন্তঃসত্ত্বা।
৫. দ্বীনের বুঝ আসার আগে একজনের সাথে পরিচয় হয়, শুধু কথা হতো। কোনো হারাম সম্পর্ক ছিল না।একদিন তাকে নিয়ে স্বপ্ন দেখি, ছেলেটা আমাকে পছন্দ করে বা এরকম কিছু বুঝানো হয় স্বপ্নে। কিন্তু আমাদের মধ্যে এমন কোনো কথা হতো না। বা এরকম কিছু কখনো কল্পনা করিও নি৷ বেশ কিছুদিনের মাথায় সে জানায় আমাকে সে বিয়ে করতে চায়, কিন্তু তার আগে নিজের পড়াশুনা শেষ করে পরিবারের সম্মতি নিয়েই আগাবে। এরপর দ্বীনের বুঝ আসায় ব্লক করে দেই এবং যোগাযোগ একদম অফ হয়ে যায়। আবার বলি কোনো সম্পর্ক কখনোই ছিল না, শুধু তার ভাল লাগার বিষয় টা সে খোলামেলা বলে এবং আমিও তাকে জানাই ইসলামে বিয়ে হালাল এবং বাকি সব হারাম। এর পরের বছর আমার বাসায় তার মাকে পাঠায়। আমি জানতাম ও না কারন পড়াশোনার জন্য ঢাকায় ছিলাম। আমার পরিবার আমার স্টাডি শেষ না করে বিয়ে দিবে না এটা জানায় দেয়। গতবছর তার মা আবার আসেন,এবারো আমি বাসায় না থাকায় দেখতে পারেন নি। এরপর তার বাবা আমার বাবার সাথে কথা বলে এবং ছেলের খোজখবর নিতে বলে,তারপর দেখতে আসবে আমাকে। ছেলের খোজ নিতে যেয়ে আমার বাবা কিছু নেগেটিভ কথা শুনে ছেলেকে নিয়ে। কিন্তু এই কথাগুলো ছেলেকে জানানো হয় নি, কোনো যাচাই করা হয় নি। সেই সময় আমি ইস্তেখারা করেছিলাম, কোনো স্বপ্ন দেখি নি, কিন্তু বুঝতে পারছিলাম খারাপ কিছু হবে। সেটা হয়েছে। ছেলে সম্পর্কে কিছু তথ্য- ছেলে হজ্জ করে এসেছে,বাব মা হজ্জ করেছেন, দ্বীনের বুঝ কতটা গভীর জানি না তবে তারা পর্দানশীল মেয়ে চায়। আমার মা ছেলের নেগেটিভ কথা শুনার পর আর আগাতে চান নি, তাই আমি না করে দিয়েছি৷ কিন্তু এরপর ইস্তেখারা ব্যতীত স্বপ্ন দেখেছি যে ছেলে টা আমাকে সবর করতে বলছে এবং আমার মা বলছেন তাদেরকে আসতে বলো।
এক বছর হয়ে গেছে এই ঘটনার। কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম তার সাথেই আমার বিয়ে হচ্ছে কিন্তু তার মা বা অন্য কোনো মহিলা আমাদের বাসায় কেমন যেন মিষ্টি নিয়ে এসছেন।
আবার ইস্তেখারা করি,কোনো স্বপ্ন দেখি নি। কিন্তু মন শান্ত হয়ে যায়। কিন্তু এই শান্ত কিসের উপর তা জানি না।
কিন্তু আমি এখনো অন্য বিয়ের প্রস্তাবে হ্যা বলতে পারছি না। আমি জানি আল্লাহ যা করেছেন তা আবশ্যই আমার কল্যান এর জন্য। আমি কি আবেগে চলছি বা আমার করনীয় কি!
এই স্বপ্ন গুলো কি নিতান্তই আমার চিন্তা থেকে আসে? আর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার হাজবেন্ড এর পরিপূর্ণ হক্ব আদায় করতে চাই সেক্ষেত্রে আমার করনীয় কি এই পরিস্থিতিতে।