আমার বগলে ফোঁড়া হওয়ায় সেখান থেকে পুঁজ বের হচ্ছে। এর চিকিৎসা চলছে। তবে সারতে হয়তো সময় লাগবে। এখন এই পুঁজ যদি কাপড়ে লেগে যায় তাহলে কী সেই কাপড়ে নামায হবে? পুঁজ যেহেতু অনাবরত কিছুদিন বের হচ্ছে তো বারবার কাপড় পরিবর্তন করা কিছু কারণে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় শরিয়াহ কী এক্ষেত্রে কোনো ছাড় দিয়েছে? পুঁজ লাগা কাপড়ে বা খালি গায়ে কী নামাজ হবে? দয়া করে বিজ্ঞ মুফতি সাহেব জানাবেন। বেশ দুশ্চিন্তার মধ্যে আছি। কিছু নামাজ ছুটে গেছে এ কারণে।