হযরত আলী (রাঃ) একবার দারুণ অভাব অনটনে পড়লেন। একদিন স্ত্রী ফাতিমা (রাঃ)-কে বললেন,
- "যদি তুমি নবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লম -এর নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো।"
.
ফাতিমা (রাঃ) গেলেন। তখন নবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মু আয়মন (রাঃ) বসা ছিলেন। ফাতিমা দরজায় টোকা দিলেন। নবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আয়মনকে বললেনঃ
.
"নিশ্চয় এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণতঃ আসতে অভ্যস্ত নয়।"
.
ফাতিমা (রাঃ) ঘরে ঢুকে বললেনঃ
.
- "ইয়া রাসূলাল্লাহ! এই ফেরেশতাদের খাদ্য হলো তাসবী-তাহলীল ও তাহমীদ। কিন্তু আমাদের খাবার কি?"
.
রসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
.
"সেই সত্তার শপথ যিনি আমাকে সত্যসহকারে পাঠিয়েছেন, মুহাম্মাদের পরিবারের রান্না ঘরে ত্রিশ দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি। আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিবরীল আমাকে শিখিয়েছেন।"
.
ফাতিমা (রাঃ) বললেনঃ "আপনি বরং আমাকে সেই পাঁচটি কথা শিখিয়ে দিন যা জিবরীল আপনাকে শিখিয়েছেন।"
নবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "বল -
يا اول الاولين، يا اخر الآخرين، يا قوة المتين، يا راحم المساكين، يا ارحم الراحمين،
(১) ইয়া আউয়ালাল আউয়ালিন।
(২) ইয়া আখিরাল আখিরিন।
(৩) ইয়া কুওয়াতিল মাতীন।
(৪) ইয়া রহীমাল মাসাক্বীন।
(৫) ইয়া আরহামার রহীমিন।
.
অর্থঃ
.
(১) হে আল্লাহ! আপনি একমাত্র প্রথম।
(২) হে আল্লাহ! আপনি একমাত্র শেষ।
(৩) হে আল্লাহ! আপনি একমাত্র শক্তিধর।
(৪) হে আল্লাহ! আপনি একমাত্র গরীবদের প্রতি দয়ালু।
(৫) হে আল্লাহ! আপনি একমাত্র দয়াশীল।
এই পাঁচটি কথা শিখে ফাতিমা (রাঃ) ফিরে গেলেন ‘আলীর (রাঃ) নিকট। ফাতিমাকে দেখে ‘আলী (রাঃ) প্রশ্ন করলেনঃ "খবর কি?"
.
ফাতিমা (রাঃ) বললেনঃ "আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে।"
.
হযরত আলী (রাঃ) বললেনঃ "আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন।"
.
সূত্রঃ কানয আল-‘উম্মাল-১/৩০২; হায়াত আস সাহাবা-১/৪৩। ফাতিমা (রাঃ)-এর জীবনী। ]
.
সুবহান আলাহ্! আল্লাহ সর্ব হালতে আমাদেরকে সবরকারী ও শুকুরগুজারী বান্দা হওয়ার তওফিক দান করুন। ওয়ামা তওফিক ইল্লাবিল্লাহ। আমিন।।
১.এশার নামাযের পরে ২রাকাত সালাতুত হাজ্বতের নফল নামাজ পড়ার পর মুনাজাতে এ দোয়া কি সহীহ ?
২. এর আমল করার সাথে সাথে অনেক অর্থ সম্পদ চলে আসবে ?
৩. সালাতুত হাজ্বতে নামাজ পড়ে মুনাজাতে যে কোন প্রয়োজনের দোয়া চাওয়া যাবে ? অনেক দোয়া একসাথে চাওয়া যাবে নিজের ভাষায় ?
৪. সালাতুত হাজ্বতে নামাজ পড়ে মুনাজাতে( সুনানু তিরমিযি-৪৭৯) এর দোয়া করা কি জরুরী । তারপর যে কোন নিজের ভাষায় নিজের দোয়া করা যাবে ? এ নামাজ দিনে যত বার ইচ্ছে ততবার পড়লে এর ফযিলত পাওয়া যাবে ?