আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়া’লা আমাকে হেদায়েতের জ্ঞান দান করেছেন। তাঁর অশেষ রহমতের কারণে আমি বর্তমানে IOM এর "আলিম" কোর্সের একজন স্টুডেন্ট।
পাত্রী নির্বাচনের ক্ষেত্রে পাত্রী যদি নামাযী হয়, আচার-আচরণ মাশাল্লাহ ভালো কিন্তু সমস্যা হচ্ছে সে পর্দাশীল নয়। আমি তাকে বিয়ের পর পর্দার ব্যাপারে উৎসাহিত করতে চাই। আমার বিশ্বাস উপদেশ দিলে এবং আল্লাহ তায়া’লার কাছে সাহায্য চাইলে তার জন্য পর্দা করা সহজ হবে।
আমি শুধু জানতে চাই, আমি কি ভুল করে ফেললাম? বিয়ের ব্যাপারে দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। একই সাথে সৌন্দর্য, বংশ মর্যাদা, আখলাক এগুলোও দেখতে বলা হয়েছে। একজনের মধ্যে সবকিছুই থাকবে এমনটা কঠিন। আমি দ্বীনদারিতার বেলায় নামাযকে প্রাধান্য দিয়েছি। বাকি সীমাবদ্ধতাগুলোকে উপদেশ দান এবং দোয়ার মাধ্যমে পূর্ণ করতে চাই।