কেউ যদি ভুলবশত কোনো হুজুরের কাছে যায় এটা জানার জন্য যে তার আপনজনকে কেউ যাদু করলো কিনা , এটাও কি যাদু করার মত একি অপরাধ , তবে সে ঐ হুজুর থেকে কিছু গ্রহন করেছি তবে ব্যবহার করেনি এবং তার বলা কথা প্রথমে বিশ্বাস করলেও পরে তাদের মসজিদের হুজুর ইস্তেখারার মাধ্যমে অন্য কথা বলায় সে ঐ হুজুরের ভন্ডামি বুঝতে পেরে আর ঐ দিকে যায়নি, তবে ঐ ভন্ড হুজুরেকে টাকা দিতে হয়েছিলো বাধ্যতামুলক ভাবে, এখানে কি ঐ ব্যক্তি ঐ ভন্ড হুজুরের কাছে যাওয়া জন্য অভিশাপ প্রাপ্ত হবে কি?
তবে প্রথম অবস্হায় সে অবশ্যই জানতো না যে ঐ হুজুর ভন্ড হুজুর ছিল।