আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
373 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
রোজা রেখে হিজামা করা যাবে?ফিক্বহে হানাফি অনুযায়ী ও অন্যন্যা ফিক্বহে কি মত আছে? ফরজ রোজা ও নফল রোজার ক্ষেত্রে কি একই নিয়ম হবে?

২০০ ক্যারেক্টার এর জন্য বার বার কোশ্চেন করতে যেয়ে পারছি না।দরকারি প্রশ্ন অল্প কথায়,করতে পারা যায় এমন ব্যবস্থা রাখলে উত্তম হতো.. জাযাকাল্লাহু খইরন

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

 

 

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

না, রোযা অবস্থায় শিঙ্গা লাগালে কিংবা হিজামা করলে রোযা ভঙ্গ হয় না।আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন,

তিনিট জিনিস রোযা ভঙ্গের কারণ নয়। বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’ [সুনানে কুবরা, বায়হাকি ৪/২৬৪]

(صحیح بخاری حدیث نمبر-1939) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَائِم

অর্থ ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত, ‘‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন, যখন তিনি রোজাদার।’’ (বুখারী-১৯৩৯)

স্বপ্নদোষ হলে, শরীর থেকে রক্ত বের হলে, শিঙ্গা লাগালে (রক্ত দিলে) রোজা ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তিনটি বস্তু রোজা ভঙ্গ করবে না: বমি, সিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’’ [বাযযার সূত্রে ফিকহুস সুনানি ওয়াল আসার: ১২৯১, হাদিসটি সহিহ]

. স্বপ্নদোষ হলে, শরীর থেকে রক্ত বের হলে, শিঙ্গা লাগালে বা কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিনটি বিষয় রোজা ভাঙে না- সিঙ্গা লাগানো, বমি করা ও স্বপ্নদোষ হওয়া।’ [তিরমিযি, আস-সুনান: ৭১৯; বাযযার, আল-মুসনাদ: ৫২৮৭; হাদিসটি সহিহ]

সাবেত আলবুনানী (রহ.) বলেন, আনাস (রা.)-কে জিজ্ঞাসা করা হলো, রোজা অবস্থায় হিজামা তথা শিঙ্গা লাগানোকে কি আপনারা মাকরুহ মনে করতেন? তিনি বলেন, ‘না। তবে এর ফলে দুর্বল হয়ে পড়লে তা মাকরুহ হবে।’ [বুখারি, আস-সহিহ: ১৯৪০]

: ”وکذا لا تکرہ حجامة“: أي: الحجامة التي لا تضعفہ عن الصوم، وینبغي لہ أن یوٴخرھا إلی وقت الغروب، …، وذکر شیخ الإسلام أن شرط الکراھة ضعف یحتاج فیہ إلی الفطر کما فی التاتر خانیة۔إمداد۔ وقال قبلہ: وکرہ لہ فعل ما ظن أنہ یضعفہ عن الصوم کالفصد والحجامة والعمل الشاق لما فیہ من تعریضہ للإفساد اھ (رد المحتار، کتاب الصوم،۳: ۳۹۹، ط: مکتبة زکریا دیوبند)۔

সারকথা:

শিঙ্গা লাগানোর দ্বারা যদি এত বেশি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা হয়, যার দরুণ রোযা রাখা কষ্টকর হয়ে যায়, তবে সেক্ষেত্রে তা মাকরূহ হবে। তাই শিঙ্গা লাগানো থেকে বিরত থা্কা উচিৎ। (রদ্দুল মুহতার 3/399)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

হানাফী মাযহাব মতে রোযা অবস্থায় শিঙ্গা লাগালে কিংবা হিজামা করলে রোযা ভঙ্গ হয় না।তবে শিঙ্গা লাগানোর দ্বারা যদি এত বেশি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা হয়, যার দরুণ রোযা রাখা কষ্টকর হয়ে যায়, তবে সেক্ষেত্রে তা মাকরূহ হবে।কিছু কিছু আলিম শিঙ্গা লাগানো রোজা ভঙের কারণ বলেছেন। তবে, হানাফি ফিকহে তা রোজা ভঙের কারণ নয়।জ্বী নফল ও ফরজ উভয় রোজার ক্ষেত্রে একই হুকুম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...