আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ,
(১) বালতির (বা বদনা) পানি নাপাক হলে ওই বালতি পাক করার পদ্ধতি কেমন হবে? পানি ফেলে দিয়ে নতুন পানি দিয়ে তিনবার ধুয়ে একবার পানি ফেলে দিলে হবে, নাকি একবার ধুয়ে পানি ফেলে দিয়ে- এভাবে তিনবার করতে হবে?
এক্ষেত্রে কতটুকু পানি প্রয়োজন? ট্যাপ ছেড়ে কিছু পরিমাণ পানি বালতিতে নিয়ে চারপাশে ঘুরিয়ে নিলেই হবে, নাকি পুরো বালতি/বদনা পানিপূর্ণ করতে হবে?
(২) নতুন পানি দিয়ে একবার (বা দুইবার) ধুলে হয়ে যাবে, নাকি তিনবার ধোয়া আবশ্যক?
(৩) তিনবার ধোয়া আবশ্যক হলে, এতদিন যদি একবার/ দুইবার ধুয়ে ব্যবহার করা হয় (গোসল, কাপড় ধোয়া) তবে সেগুলো নিয়ে কি চিন্তা করা বাদ দিব? এখন থেকে সতর্কতা অবলম্বন করলেই হবে?
(৪) বদনার ভিতরের অংশ কীভাবে ধুতে হবে? এটার মুখ তো ভিতরের অংশ থেকে ছোট হয়, তাহলে ভিতরে পাক করার জন্য পুরো বদনায় পানি উপচিয়ে দিতে হবে কি?
(৫) বোতলের মুখে নাপাকি (রক্ত/ রক্তমিশ্রিত পানি, যদিও রক্ত দেখা না যায়) লেগে গেলে তা ধোয়ার সময় পানি যদি বোতলের ভেতরে প্রবেশ করে, তবে তা ফেলে দেওয়াই যথেষ্ট কি? নাকি বালতি/মগের ন্যায় আবার নতুন পানি দিয়ে ভিতরে ধুতে হবে? এক্ষেত্রে কিছু পানি নিয়ে ঝাঁকিয়ে নিলে হবে কি?
জাযাকুমুল্লাহু খাইরান